৬ জেলায় নতুন পুলিশ সুপার নিয়োগ

ডিআইজি প্রশাসনসহ পুলিশের ঊর্ধ্বতন ৩৮ কর্মকর্তা বদলি

Sanchoy Biswas
বিশেষ প্রতিনিধি
প্রকাশিত: ৬:২৭ অপরাহ্ন, ১৬ নভেম্বর ২০২৫ | আপডেট: ৭:৩০ পূর্বাহ্ন, ১৮ নভেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

পুলিশের শীর্ষ পর্যায়ের ৩৮ কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে। রোববার (১৬ নভেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব আবু সাঈদ স্বাক্ষরিত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, পুলিশ অধিদপ্তরে কর্মরত ডিআইজি কাজী মো. ফজলুল করিমকে ঢাকা পুলিশ স্টাফ কলেজে (রেক্টর) বদলি করা হয়েছে। রাজারবাগ পুলিশের (টেলিকম) ডিআইজি মো. রফিকুল হাসান গনিকে হাইওয়ে পুলিশে নিযুক্ত করা হয়েছে। আর্মড পুলিশ ব্যাটালিয়নের ডিআইজি মো. নজরুল ইসলামকে (পার্বত্য জেলাসমূহের কার্যালয়) এপিবিএন সদর দপ্তরে যুক্ত করা হয়েছে। হাইওয়ে পুলিশের ডিআইজি সালমা বেগমকে আর্মড পুলিশ ব্যাটালিয়নে (পার্বত্য জেলাসমূহের কার্যালয়) যুক্ত করা হয়েছে। গাইবান্ধার পুলিশ সুপার নিশাত এ্যঞ্জেলাকে পুলিশ অধিদপ্তরের এআইজি হিসেবে নিযুক্ত করা হয়েছে। ফরিদপুরের পুলিশ সুপার মো. আব্দুল জলিলকে পিবিআই-এ নিযুক্ত করা হয়েছে। পাবনার পুলিশ সুপার মো. মোরতোজা আলী খানকে সিআইডির বিশেষ পুলিশ সুপার হিসেবে নিযুক্ত করা হয়েছে। এবং নীলফামারীর পুলিশ সুপার আবুল ফজল মহম্মদ তারিক হোসেন খানকে পিবিআই এ যুক্ত করা হয়েছে। এন্টি টেরোরিজম ইউনিটের (ঢাকা) পুলিশ সুপার মো. শাহরিয়ারকে এন্টি টেরোরিজম (ঢাকা) অতিরিক্ত ডিআইজি হিসেবে পদায়ন করা হয়েছে। বিশেষ পুলিশ সুপার (এসবি, ঢাকা) ড. মোহাম্মদ আবদুল কাদেরকে অতিরিক্ত ডিআইজি (এসবি, ঢাকা) হিসেবে পদায়ন করা হয়েছে। সিআইডির বিশেষ পুলিশ সুপার মো. মাহমুদ বাশার চৌধুরীকে অতিরিক্ত ডিআইজি (এন্টি টেরোরিজম ইউনিট) হিসেবে পদায়ন করা হয়েছে। অতিরিক্ত ডিআইজি (ডিএমপি ট্রাফিক) পুলিশ অধিদপ্তর, ঢাকা মো. কামরুল হাসানকে অতিরিক্ত ডিআইজি (পুলিশ অধিদপ্তর, ঢাকা) হিসেবে পদায়ন করা হয়েছে।

আরও পড়ুন: দুই উপদেষ্টার পদত্যাগ আগামী সপ্তাহে

পিরোজিপুরের অতিরিক্ত পুলিশ সুপার, (মির্জাগঞ্জ, সুপারনিউমারারি পুলিশ সুপার) মো. মামুন-অর-রশিদকে উপ পুলিশ কমান্ড্যান্ট (বর্ডার গার্ড, খুলনা) হিসেবে পদায়ন করা হয়েছে। চট্টগ্রামের শীতাকুণ্ডের অতিরিক্ত পুলিশ সুপার (সুপারনি-উমারারি পুলিশ সুপার) মো. আবু মোহাম্মদ ইদ্রিসকে উপ পুলিশ কমান্ড্যান্ট (বিএসআরএম, চট্টগ্রাম) হিসেবে নিযুক্ত করা হয়েছে। এপিবিএন ঢাকার অতিরিক্ত পুলিশ সুপার (সু-পারনিউমারারি পুলিশ সুপার) মো. আনিসুর ইসলামকে বিশেষ পুলিশ সুপার (এপিবিএন, ঢাকা) হিসেবে নিযুক্ত করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার, পুলিশ স্টাফ কলেজ, ঢাকার (সুপারনিউমারারি পুলিশ সুপার) নূর মোহাম্মদ তারেকতে রেলওয়ে পুলিশের পুলিশ সুপার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার, এপিবিএন, ঢাকার (সুপারনিউমারারি পুলিশ সুপার) মো. আনোয়ার হোসেনকে পিবিআই এর পুলিশ সুপার হিসেবে নিযুক্ত করা হয়েছে। কমান্ড্যান্ট (অতিরিক্ত ডিআইজি), পিএসইউএস, বেতবু-নিয়া, রাঙামাটি ড. মো. আসাদ সোবাহানকে

আরও পড়ুন: মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিশ্বনেতাদের উত্থান, পতন ও পরিণতি

অতিরিক্ত ডিআইজি, সিআইডি হিসেবে পদায়ন করা হয়েছে। অতিরিক্ত ডিআইজি, সিআইডি, ঢাকা এ এইচ এম আমজাদ হোসেন কোল্লাকে কমান্ড্যান্ট (অতিরিক্ত ডিআইজি), পিএসইউএস, বেতবুনিয়া, রাঙামাটিতে নিযুক্ত করা হয়েছে। অতিরিক্ত ডিআইজি, ১০ এপিবিএন, বরিশাল মো. আহসানুল জামান মামুনকে অতিরিক্ত ডিআইজি (ডিএমপি ট্রাফিক), পুলিশ অধিদপ্তর, ঢাকায় নিযুক্ত করা হয়েছে।

অতিরিক্ত ডিআইজি (ডিএমপি ট্রাফিক), ঢাকা মেট্রোপলিটন পুলিশ মো. শহিদুল ইসলামকে অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি), র‍্যাব ৫, চাঁপাইনবাবগঞ্জে যুক্ত করা হয়েছে। অতিরিক্ত ডিআইজি, বরিশাল রেঞ্জ মো. নজিরুল হককে অতিরিক্ত ডিআইজি, চট্টগ্রাম রেঞ্জে নিযুক্ত করা হয়েছে।

উপপুলিশ কমিশনার, তেজগাঁও বিভাগ, ঢাকা (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি) মো. সাইফুল্লাহ বিন আনোয়ারকে পুলিশ সুপার, রেলওয়ে পুলিশ, বরিশালে যুক্ত করা হয়েছে। অতিরিক্ত ডিআইজি, এপিবিএন, ঢাকা সরকার মোহাম্মদ কায়সারকে অতিরিক্ত ডিআইজি, হাইওয়ে পুলিশে যুক্ত করা হয়েছে। অতিরিক্ত ডিআইজি, বিপিপি, সাভার, রাজশাহী কামরুল মহসীনকে অতিরিক্ত ডিআইজি, রেলওয়ে পুলিশের কার্যালয়, সিলেট (বর্তমান কর্মস্থল হতে বদলি/স্ট্যান্ড রিলিজ)-এ যুক্ত করা হয়েছে।

অতিরিক্ত ডিআইজি, মির্জাগঞ্জ, সীতাকুণ্ড, চট্টগ্রাম (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি) মো. আনিসুজ্জামান আঁখিনকে মেট্রো কমিশনার (অতিরিক্ত ডিআইজি), ডিএমপি, ঢাকায় যুক্ত করা হয়েছে।

অতিরিক্ত ডিআইজি, সীতাকুণ্ড, চট্টগ্রাম (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি) মো. মনিরুজ্জামানকে পুলিশ সুপার, হাইওয়ে পুলিশ-এ যুক্ত করা হয়েছে।

উপ পুলিশ কমিশনার, এউএফআই, সিলেট (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি) মো. রফিকুল হককে উপপুলিশ কমিশনার, সিএমপি, চট্টগ্রামে যুক্ত করা হয়েছে। কমান্ড্যান্ট (পুলিশ সুপার), ইনসারেকশন ট্রেনিং সেন্টার, ময়মন-সিংহ (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি) নাসির উদ্দিন বেপারীকে পুলিশ সুপার, রেলওয়ে পুলিশ, ময়মনসিংহ-এ যুক্ত করা হয়েছে।

বিশেষ পুলিশ সুপার, এসবি, ঢাকা মো. মনিরুজ্জামানকে এআইজি (সুপার নি-উমারারি অতিরিক্ত ডিআইজি), পুলিশ অধিদপ্তর, ঢাকায় নিযুক্ত করা হয়েছে। এআইজি পুলিশ পুলিশ অধিদপ্তর অধিদপ্তর, ঢাকা মোহাম্মদ এহসান সাত্তারকে উপপুলিশ কমিশ-নার (সুপারসিউমারারি অতিরিক্ত ডিআইজি), বিএমপি, বরিশালে নিযুক্ত করা হয়েছে।

গাজীপুর মহানগর পুলিশে (জিএমপি) নতুন পুলিশ কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন শিল্পাঞ্চল পুলিশের ডিআইজি মো. ইসরাইল হাওলাদার। একই সঙ্গে দেশের আরও ৬ জেলার পুলিশ সুপারকে বদলি করেছে সরকার। গতকাল রোববার (১৬ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে এসব আদেশ দেওয়া হয়। প্রজ্ঞাপনটিতে সই করেন উপ-সচিব আবু সাঈদ।

শিল্পাঞ্চল পুলিশের ডিআইজি মো. ইসরাইল হাওলাদারকে জিএমপি কমিশনার করা হয়েছে, পিবিআইয়ের পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলমকে গাইবান্ধা জেলার পুলিশ সুপার, দিনাজপুর জেলার পুলিশ সুপার মো. মারুফাত হুসাইনকে ফরিদপুর জেলায়, ডিএমপির মো. মিজানুর রহমানকে দিনাজপুর জেলায়।

এছাড়া হবিগঞ্জের পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমানকে পাবনার পুলিশ সুপার, ডিএমপির গৌতম কুমার বিশ্বাসকে হবিগঞ্জ জেলার পুলিশ সুপার ও ডিএ-মপি মোহাম্মাদ বিল্লাল হোসেনকে নীলফামারীর পুলিশ সুপার হিসেবে বদলি করা

হয়েছে।

জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপণে বলা হয়।