বুনিয়াদি প্রশিক্ষণকালেই তিন নির্বাহী ম্যাজিস্ট্রেট চাকরিচ্যুত
বুনিয়াদি প্রশিক্ষণ চলাকালীন অবস্থাতেই বিসিএস প্রশাসন ক্যাডারের তিনজন শিক্ষানবিশ সহকারী কমিশনারকে সরকারি চাকরি থেকে অব্যাহতি দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। বুধবার (১৯ নভেম্বর) জ্যেষ্ঠ সচিব এহছানুল হকের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাদের অপসারণের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়।
চাকরিচ্যুত কর্মকর্তারা হলেন—কাজী আরিফুর রহমান (ফরিদপুর), অনুপ কুমার বিশ্বাস (বগুড়া) এবং নবমিতা সরকার (পিরোজপুর)। প্রশিক্ষণ গ্রহণের পাশাপাশি তাঁরা সংশ্লিষ্ট জেলা প্রশাসন অফিসে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
আরও পড়ুন: দুই উপদেষ্টার পদত্যাগ আগামী সপ্তাহে
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ সিভিল সার্ভিস নিয়োগ বিধিমালা, ১৯৮১–এর ৬(২)(এ) ধারা অনুসারে বিসিএস প্রশাসন ক্যাডারের ৪৩তম ব্যাচের এই তিন কর্মকর্তা শিক্ষানবিশ অবস্থায় সরকারি চাকরি থেকে অপসারণযোগ্য হিসেবে বিবেচিত হওয়ায় তাদের চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
এছাড়া চাকরিচ্যুতদের নামে সরকারি খাতের কোনো আর্থিক দায় থাকলে, তা ‘পাবলিক ডিমান্ড রিকভারি অ্যাক্ট, ১৯১৩’ অনুযায়ী আদায়ের বিষয়টিও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
আরও পড়ুন: মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিশ্বনেতাদের উত্থান, পতন ও পরিণতি





