এটিইউ প্রধানের সঙ্গে এফবিআই প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়
সন্ত্রাসবাদ মোকাবিলা ও পারস্পরিক সহযোগিতা জোরদার করার লক্ষ্যে যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (FBI)-এর একটি প্রতিনিধিদল বাংলাদেশ পুলিশের এন্টি টেররিজম ইউনিট (ATU)-এর প্রধান অ্যাডিশনাল আইজি মো: রেজাউল করিম, পিপিএম—সেবা এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
সাক্ষাৎ ও মতবিনিময় সভা সকাল ১১:৩০ ঘটিকায় এটিইউ’র বারিধারাস্থ কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এফবিআই প্রতিনিধিদলের নেতৃত্ব দেন বিদায়ী সহকারী আইন কর্মকর্তা মি. রবার্ট জে. ক্যামেরন। তার স্থলাভিষিক্ত সদ্য যোগদানকারী মি. রাইলি পালমারট্রিও উপস্থিত ছিলেন। এছাড়াও মার্কিন দূতাবাসের আইন কর্মকর্তা মোহাম্মদ আমিনুল ইসলাম সভায় অংশগ্রহণ করেন।
আরও পড়ুন: সাংবাদিক নেতা শওকত মাহমুদ গ্রেফতার, গোয়েন্দা নজরদারিতে আরও ২৯ জন
উপস্থিত ছিলেন এটিইউ’র উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ ড. মো: আক্কাস উদ্দিন ভূঁঞা (ডিআইজি ট্রেনিং অ্যান্ড রিসার্চ), জনাব মোহাম্মদ মুসলিম, পিপিএম—সেবা (ডিআইজি ইন্টেলিজেন্স অ্যান্ড অপারেশনস্), পুলিশ সুপার (ইনভেস্টিগেশন) ও পুলিশ সুপার (ইন্টেলিজেন্স)।
বৈঠকে এটিইউ’র সার্বিক কার্যক্রম, অর্জন এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরা হয়। উভয় পক্ষ সন্ত্রাসবাদ দমনে যৌথ কার্যক্রম ও তথ্য বিনিময় নিয়ে ফলপ্রসূ আলোচনা করেন এবং সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
আরও পড়ুন: প্রধান উপদেষ্টাকে নির্বাচনের প্রস্তুতি অবহিত করলেন সিইসি
এটিইউ প্রধান মো: রেজাউল করিম বিদায়ী কর্মকর্তা মি. রবার্ট জে. ক্যামেরনকে বাংলাদেশ পুলিশকে প্রদত্ত সহযোগিতা এবং বিশেষ অবদানের জন্য ধন্যবাদ জানিয়েছেন। তিনি নবনিযুক্ত এফবিআই কর্মকর্তা মি. রাইলি পালমারট্রিকে স্বাগত জানান এবং সন্ত্রাসবাদ দমনে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।





