খালেদা জিয়ার চিকিৎসায় সব ধরনের সহযোগিতা করছে সরকার : প্রেস সচিব
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার চিকিৎসার বিষয়টি সরকার অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে এবং এ ক্ষেত্রে সব ধরনের সহযোগিতা অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শনিবার সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ তথ্য জানান।
শফিকুল আলম বলেন, “বেগম জিয়ার উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশ পাঠানোসহ পরিবারের সব ধরনের অনুরোধ অনুযায়ী সরকার যথাযথ সহায়তা করে যাচ্ছে। তার দ্রুত আরোগ্যের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছে সরকার।”
আরও পড়ুন: নীলফামারীর বাংলাদেশ–চীন মৈত্রী হাসপাতাল গুরুত্বপূর্ণ চিকিৎসা কেন্দ্রে পরিণত হবে: প্রধান উপদেষ্টা
এদিকে খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার প্রস্তুতি হিসেবে কাতার সরকারের ব্যবস্থাপনায় পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সটি আগামী ৯ ডিসেম্বর ঢাকায় অবতরণের অনুমতি চেয়েছে। অনুমতি মিললে ১০ ডিসেম্বর সকালে খালেদা জিয়াকে নিয়ে লন্ডনের উদ্দেশ্যে রওনা দেবে বলে জানা গেছে।
পরিবার ও চিকিৎসকরা জানিয়েছেন, খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থার কারণে দ্রুত বিদেশে উন্নত চিকিৎসা প্রয়োজন। সরকারের সহযোগিতার ঘোষণায় তাদের প্রস্তুতি আরও এগিয়ে নেওয়া সম্ভব হবে বলে তারা আশা করছেন।
আরও পড়ুন: নির্বাচন উপলক্ষে ৩ দিনের ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি





