দেশে চাহিদার তুলনায় ২২ লাখ টন বেশি আলু উৎপাদন হয়েছে : কৃষি উপদেষ্টা

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ২:৪৯ অপরাহ্ন, ১২ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ১১:১২ অপরাহ্ন, ১৩ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লে. জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, চলতি বছরে দেশে আলু উৎপাদন চাহিদার তুলনায় ২২ লাখ টন বেশি হয়েছে। শুক্রবার (১২ ডিসেম্বর) সকালে রাজধানীর একটি কনভেনশন হলে আয়োজিত আলু উৎসব অনুষ্ঠানে তিনি এ তথ্য তুলে ধরেন।

উপদেষ্টা জানান, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর কৃষিখাতকে আরও গতিশীল করতে নেওয়া বিভিন্ন উদ্যোগের ইতিবাচক প্রভাব এ বছরের আলু উৎপাদনে স্পষ্ট। তিনি বলেন, দেশে এ বছর ১ কোটি ১২ লাখ টন আলু উৎপাদিত হয়েছে, যা অভ্যন্তরীণ চাহিদার তুলনায় ২২ লাখ টন বেশি।

আরও পড়ুন: টার্গেট কিলিং ও নাশকতায় গেরিলা প্রশিক্ষিত ৩ হাজার ক্যাডার সক্রিয়

কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিতে সকল পক্ষকে ভূমিকা রাখার আহ্বান জানিয়ে জাহাঙ্গীর আলম বলেন, উৎপাদন বৃদ্ধির ধারাবাহিকতা বজায় রাখতে বিদেশি উন্নতমানের আলুর বীজ আমদানির প্রক্রিয়া আরও সহজ করা জরুরি।

এ সময় সদ্য ঘোষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করলেও উপদেষ্টা বিষয়টি এড়িয়ে যান।

আরও পড়ুন: রোকেয়া পদকজয়ীদের প্রধান উপদেষ্টার সংবর্ধনা