জাস্টিন ট্রুডো–কেটি পেরির ঘনিষ্ঠ ছবি প্রকাশ, তোলপাড় সোশ্যাল মিডিয়া
কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবং মার্কিন পপ তারকা কেটি পেরি—দু’জনকে ঘিরে দীর্ঘদিন ধরে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে সম্পর্কের গুঞ্জন শোনা যাচ্ছিল। এবার তাদের সাম্প্রতিক জাপান সফর সেই জল্পনাকে আরও উসকে দিয়েছে।
সম্প্রতি জাপানের প্রধানমন্ত্রী ও তার স্ত্রীর সঙ্গে আনুষ্ঠানিক সাক্ষাৎ করেন ট্রুডো। সেই বৈঠকে তার সঙ্গে ছিলেন কেটি পেরি। ঘটনাটি প্রকাশ্যে আসতেই সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের সম্ভাব্য সম্পর্ক নিয়ে আলোচনা তীব্রতর হয়।
আরও পড়ুন: হাসপাতালে ভর্তি নচিকেতা চক্রবর্তী
এরপর গায়িকা কেটি পেরি নিজেই সফরের কিছু ছবি প্রকাশ করেন, যেখানে ট্রুডোর সঙ্গে বেশ কাছাকাছি দেখা যায় তাকে। একটি ছবিতে দু’জনকে গাল-ঘেঁষাঘেঁষি সেলফি তুলতে দেখা যায়, যা নেটিজেনদের মধ্যে বিস্ময় ও আগ্রহ বাড়িয়েছে। আরেকটি ফ্রেমে দেখা যায় তারা দু’জনে নিরিবিলি পরিবেশে খাবার উপভোগ করছেন।
আরও পড়ুন: ফের থানায় অভিযোগ শাহরুখপুত্র আরিয়ান খানের বিরুদ্ধে
ক্যাপশনে কেটি লিখেছেন— “Tokyo time on tour and more” —যা ভক্তদের ব্যাখ্যার জায়গা আরও বাড়িয়ে দিয়েছে। সামাজিক মাধ্যমে অনেকে ধারণা করছেন, জাপান সফরেই হয়তো তাদের সম্পর্কের নতুন অধ্যায় প্রকাশ পেয়েছে। তবে এখনো পর্যন্ত ট্রুডো বা কেটি—কেউই আনুষ্ঠানিকভাবে সম্পর্কের বিষয়টি নিশ্চিত করেননি।
বছরজুড়েই আন্তর্জাতিক বিনোদন ও গসিপ মিডিয়ায় তাদের একসঙ্গে দেখা যাওয়ার বিভিন্ন বক্তব্য, ভিডিও ও ছবির উল্লেখ পাওয়া গেছে। জাপান সফর সেই আলোচনাকে আরও জোরালো করেছে বলেই মনে করছে নেটিজেনরা।





