ফের শাহবাগে অবস্থান ইনকিলাব মঞ্চের

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৪:০৩ অপরাহ্ন, ২৭ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ৪:০৩ অপরাহ্ন, ২৭ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তা ও চলাচলের কারণে সাময়িকভাবে শাহবাগ মোড় ছেড়ে কাঁটাবনে অবস্থান নেওয়ার পর আবারও শাহবাগে ফিরে এসেছে ইনকিলাব মঞ্চ। শরিফ ওসমান হাদির কবর জিয়ারত শেষে তারেক রহমান ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এলাকা ত্যাগ করার পরপরই ইনকিলাব মঞ্চের আন্দোলনকারীরা আজিজ সুপার মার্কেট এলাকা থেকে সরে এসে শাহবাগ মোড়ে অবস্থান নেন। সেখানে তারা স্লোগান ও বিক্ষোভের মাধ্যমে হাদি হত্যার বিচার দাবি করছেন।

এর আগে শুক্রবার জুমার নামাজের পর থেকে শনিবার ভোর পর্যন্ত টানা শাহবাগ মোড়েই অবস্থান কর্মসূচি পালন করেন আন্দোলনকারীরা। তবে তারেক রহমানের কর্মসূচিকে ঘিরে কিছু সময়ের জন্য তারা স্থান পরিবর্তন করেন।

আরও পড়ুন: খালেদা জিয়ার জানাজায় প্রধান উপদেষ্টাসহ দেশবিদেশের যারা ছিলেন

রাতের কর্মসূচিতে ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের ঘোষণা দেন, সরকারের উপদেষ্টারা সরাসরি আন্দোলনকারীদের সামনে এসে কথা না বলা পর্যন্ত তারা শাহবাগ ছাড়বেন না।

তিনি আরও বলেন, শরিফ ওসমান হাদি হত্যার পরিকল্পনাকারী, সরাসরি হত্যাকারী এবং হত্যার পর যাদের ভারতে পালাতে সহায়তা করা হয়েছে—তাদের সবাইকে গ্রেপ্তার না করা পর্যন্ত রাজপথে অবস্থান অব্যাহত থাকবে।

আরও পড়ুন: খালেদা জিয়ার জানাজায় যোগ দিচ্ছেন ৩২ দেশের কূটনীতিক

এদিকে শাহবাগ এলাকায় পুনরায় অবস্থান নেওয়ায় যান চলাচলে কিছুটা বিঘ্ন ঘটছে। পরিস্থিতি পর্যবেক্ষণে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে।