খালেদা জিয়ার ইন্তেকালে শোক প্রকাশ করলেন মিজানুর রহমান আজহারি

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ২:০০ অপরাহ্ন, ৩০ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ২:০০ অপরাহ্ন, ৩০ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন দেশবরেণ্য ইসলামী আলোচক মাওলানা মিজানুর রহমান আজহারি। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক আবেগঘন পোস্টে মাওলানা মিজানুর রহমান আজহারি এই শোক প্রকাশ করেন। তিনি দেশনেত্রীর বিদায়ে তার আত্মার শান্তি কামনা করে মহান আল্লাহর দরবারে বিশেষ দোয়া করেন।

আজহারি তার ফেসবুক পোস্টে মরহুমার পারলৌকিক জীবনের কল্যাণ কামনা করে লেখেন, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী— বেগম খালেদা জিয়া দুনিয়ার সফর শেষ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাআলা তার ভুলত্রুটি ক্ষমা করুন, ভালো কাজগুলোকে কবুল করুন এবং জান্নাতের মেহমান বানিয়ে নিন।”

আরও পড়ুন: খালেদা জিয়ার জানাজায় প্রধান উপদেষ্টাসহ দেশবিদেশের যারা ছিলেন

তার এই পোস্টটি প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া পড়ে। হাজার হাজার মানুষ সেখানে মন্তব্য করে মরহুমার আত্মার মাগফিরাত কামনায় অংশ নেন। বিশেষ করে তরুণ প্রজন্মের কাছে আজহারির ব্যাপক গ্রহণযোগ্যতার কারণে তার এই শোকবার্তাটি রাজনৈতিক গণ্ডি ছাড়িয়ে ধর্মীয় ও আধ্যাত্মিক পরিসরেও গভীর আবেগের সৃষ্টি করে।

উল্লেখ্য, মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৭৯ বছর বয়সে শেষ নিশ্বাস ত্যাগ করেন বেগম খালেদা জিয়া। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন জটিল রোগে ভোগার পর এই ‘আপসহীন নেত্রী’র মহাপ্রয়াণ ঘটে।

আরও পড়ুন: খালেদা জিয়ার জানাজায় যোগ দিচ্ছেন ৩২ দেশের কূটনীতিক

তার মৃত্যুর খবরে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা, রাজনৈতিক নেতৃবৃন্দ, ধর্মীয় ও সামাজিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিত্বসহ দেশি-বিদেশি অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি গভীর শোক প্রকাশ করেছেন। মাওলানা আজহারি তার সংক্ষিপ্ত বার্তায় খালেদা জিয়ার জীবনের ভালো কাজগুলোর ওপর মহান আল্লাহর রহমত কামনা করেন এবং তাকে পরকালে সর্বোচ্চ সম্মান দানের জন্য দোয়া করেন।