খালেদা জিয়ার মরদেহবাহী গাড়ির নিরাপত্তায় মাঠে থাকবে ১০ হাজার পুলিশ: প্রেস সচিব
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মরদেহবাহী গাড়ির নিরাপত্তায় প্রায় ১০ হাজার পুলিশ ও এপিবিএন সদস্য মোতায়েন থাকবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
তিনি জানান, বুধবার (তারিখ উল্লেখযোগ্য) দুপুরে জানাজার আগে এভারকেয়ার হাসপাতাল থেকে খালেদা জিয়ার মরদেহ জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নেওয়া হবে। এ সময় সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্কতায় থাকবে।
আরও পড়ুন: খালেদা জিয়ার কবরের জায়গা পরিদর্শনে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী
প্রেস সচিব আরও বলেন, গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল পয়েন্টগুলোতে সেনাবাহিনীর সদস্যরাও দায়িত্ব পালন করবেন।
মঙ্গলবার আইনশৃঙ্খলা কমিটির সভা শেষে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব তথ্য জানান শফিকুল আলম।
আরও পড়ুন: হাসিনার শোকবার্তা ভণ্ডামির বহিঃপ্রকাশ কি না, সন্দেহ বার্গম্যানের
তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জানাজা ও দাফনের পুরো কার্যক্রম পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন করা হবে।
প্রেস সচিবের ভাষ্য অনুযায়ী, খালেদা জিয়ার জানাজায় প্রধান উপদেষ্টা, উপদেষ্টামণ্ডলীর সদস্য এবং বিভিন্ন দেশের কূটনীতিকরা উপস্থিত থাকবেন। তিনি বলেন, “কিছুদিন আগে সংসদ ভবন এলাকায় বড় একটি জানাজা অনুষ্ঠিত হয়েছে। খালেদা জিয়ার জানাজা আরও বৃহৎ পরিসরে অনুষ্ঠিত হবে। সে অনুযায়ী সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।”





