পদত্যাগের পরদিন সায়েদুর রহমানকে একই পদে আবার নিয়োগ
অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান আবারও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী (প্রতিমন্ত্রীর পদমর্যাদায়) হিসেবে নিয়োগ পেয়েছেন। বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনে তার পুনঃনিযুক্তির তথ্য জানানো হয়েছে।
অধ্যাপক সায়েদুর রহমান পূর্বে বুধবার পদত্যাগ করেছিলেন। তিনি বিবিসি বাংলাকে জানান, চাকরির মেয়াদ শেষ হওয়ায় পদত্যাগ করেছিলাম। এটি রিটায়ারমেন্ট প্রসেসের অংশ হিসেবে করা হয়েছে। তবে এখন আবার একই পদে নিযুক্ত হয়ে একই দায়িত্ব পালন করবো। সবার দোয়া ও সহযোগিতা চাই।
আরও পড়ুন: জয়শঙ্করের ঢাকা সফর রাজনৈতিকভাবে দেখার প্রয়োজন নেই: পররাষ্ট্র উপদেষ্টা
এর আগে বুধবার সকালে ফেসবুকে একটি পোস্টে তিনি লিখেছিলেন, আজ আমার চাকুরীজীবনের শেষ দিন। অবসর গ্রহণের নিমিত্তে বিশেষ রাষ্ট্রীয় দায়িত্ব থেকে অব্যহতি চেয়ে প্রদত্ত আমার পদত্যাগপত্র গতকাল গৃহীত হয়েছে।
আরও পড়ুন: আজ থেকে বন্ধ হবে নতুন অবৈধ ও নিবন্ধনবিহীন মোবাইল নেটওয়ার্ক
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (পূর্বে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়) সাবেক উপাচার্য অধ্যাপক সায়েদুর রহমান গত নভেম্বর থেকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে বিশেষ সহকারীর দায়িত্ব পালন করছিলেন। তার পুনঃনিযুক্তির মাধ্যমে মন্ত্রণালয়ে অব্যাহত কার্যক্রম ও নেতৃত্বের ধারাবাহিকতা নিশ্চিত হচ্ছে।
প্রজ্ঞাপন দেখতে িএখানে ক্লিক করুন





