জয়শঙ্করের ঢাকা সফর রাজনৈতিকভাবে দেখার প্রয়োজন নেই: পররাষ্ট্র উপদেষ্টা
ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্করের ঢাকা সফরকে রাজনৈতিক বা দ্বিপাক্ষিক সম্পর্কের দৃষ্টিকোণ থেকে না দেখাই শ্রেয় বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
আরও পড়ুন: ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পেলেন মোহাম্মদ আরশাদুর রউফ
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের প্রতিনিধিরা ঢাকায় এসেছেন। ভারতের পররাষ্ট্রমন্ত্রীও সেই ধারাবাহিকতায় সংক্ষিপ্ত সফরে বাংলাদেশে এসেছিলেন। তিনি পুরো আনুষ্ঠানিকতা শেষে ফিরে গেছেন।
তিনি বলেন, “ভারতের পররাষ্ট্রমন্ত্রীর আসা একটি ভালো জেসচার। এর বেশি কিছু অর্থ খোঁজার প্রয়োজন নেই। এই সফরকে রাজনৈতিক বা আন্তঃরাষ্ট্রীয় সম্পর্কের প্রেক্ষাপটে না দেখাই ভালো।”
আরও পড়ুন: সরকার সুষ্ঠু, নিরাপদ ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেবে: প্রেস সচিব
ড. এস জয়শঙ্করের সঙ্গে কোনো একান্ত বৈঠক হয়নি উল্লেখ করে মো. তৌহিদ হোসেন বলেন, “আমাদের মধ্যে ওয়ান টু ওয়ান কোনো আলোচনা হয়নি। সেই ধরনের সুযোগও তৈরি হয়নি। সেখানে পাকিস্তানের জাতীয় সংসদের স্পিকারসহ অন্যান্য বিদেশি অতিথিরাও উপস্থিত ছিলেন। সবার সঙ্গে কুশল বিনিময় হয়েছে, এটি নিছক সৌজন্যবোধ।”
তিনি আরও বলেন, “যেটুকু কথা হয়েছে, সেটি সম্পূর্ণ সৌজন্যমূলক এবং সবার সামনেই হয়েছে। ফলে কোনো দ্বিপাক্ষিক বা রাজনৈতিক বিষয় আলোচনার সুযোগ ছিল না।”
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, বেগম খালেদা জিয়া শুধু বাংলাদেশের নয়, প্রতিবেশী দেশগুলোর কাছেও একটি ইতিবাচক ভাবমূর্তি অর্জন করেছিলেন। তিনি বলেন, “দেশের মানুষের মধ্যে দলমত নির্বিশেষে তার গ্রহণযোগ্যতা ও সম্মান ছিল। দক্ষিণ এশিয়ার দেশগুলোর কাছেও এটি স্বীকৃত।”
তিনি বলেন, “তার মৃত্যুতে এবং জানাজায় বিভিন্ন দেশের প্রতিনিধিদের অংশগ্রহণ স্বাভাবিক বিষয়। আমরা বিষয়টিকে সেই দৃষ্টিতেই দেখছি।”
উল্লেখ্য, বেগম খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর ছাড়াও পাকিস্তানের জাতীয় সংসদের স্পিকার সরদার আয়াজ সাদিক ঢাকায় আসেন। এ ছাড়া ভুটানের পররাষ্ট্রমন্ত্রী ডি এন ডুঙ্গেল, মালদ্বীপের প্রেসিডেন্টের বিশেষ দূত ও দেশটির উচ্চশিক্ষা, শ্রম ও দক্ষতা উন্নয়নবিষয়ক মন্ত্রী ড. আলি হায়দার আহমেদ, নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দা শর্মা এবং শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী বিজিতা হেরাথও বাংলাদেশ সফর করেন।





