৩ মাস বন্ধ থাকবে এনইআইআর পদ্ধতি
ছবিঃ সংগৃহীত
ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিফিকেশন রেজিস্টার (এনইআইআর) পদ্ধতি আগামী তিন মাসের জন্য স্থগিত থাকবে বলে জানিয়েছেন পুলিশের রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম।
রোববার (৪ জানুয়ারি) মোবাইল ফোন ব্যবসায়ীদের প্রতিনিধিদের সঙ্গে এক বৈঠক শেষে তিনি এ তথ্য জানান।
আরও পড়ুন: যুক্তরাষ্ট্র ভ্রমণে বাংলাদেশিদের জন্য ভিসা বন্ড বাধ্যতামূলক
ডিসি মাসুদ আলম বলেন, তিন মাস পর এনইআইআর পদ্ধতি পুনরায় কার্যকর করা হবে। এ সময়ের মধ্যে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে এ সংক্রান্ত মামলায় গ্রেপ্তার হওয়া ১১ জনকে মুক্তি দেওয়া হবে।
তিনি আরও জানান, ব্যবসায়ীদের দাবি ও বাস্তব পরিস্থিতি বিবেচনায় নিয়ে সাময়িকভাবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আরও পড়ুন: রাজধানীর আবাসিকে গ্যাস সংকট চরমে, বিপাকে হাজারো পরিবার





