পবিত্র রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ২:২২ অপরাহ্ন, ১৩ জানুয়ারী ২০২৬ | আপডেট: ৩:৪০ অপরাহ্ন, ১৩ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

পবিত্র রমজান শুরু হতে আর মাত্র ৩৫ থেকে ৩৬ দিন বাকি রয়েছে। দুবাইয়ের ইসলামিক অ্যাফেয়ার্স অ্যান্ড চ্যারিটেবল অ্যাকটিভিটিজ ডিপার্টমেন্টের প্রকাশিত ২০২৬ সালের সরকারি ও ধর্মীয় ক্যালেন্ডার অনুযায়ী, আগামী ১৭ থেকে ১৯ ফেব্রুয়ারির মধ্যে যেকোনো দিন এ বছরের রমজান মাস শুরু হতে পারে। তবে মহাকাশ গবেষণা ও জ্যোতির্বিজ্ঞানের তথ্যানুযায়ী, আগামী ১৮ ফেব্রুয়ারি পবিত্র রমজান মাসের প্রথম দিন হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে। 

উল্লেখ্য, হিজরি সনের মাসগুলো চাঁদ দেখার ওপর নির্ভরশীল হওয়ায় প্রতি বছরই রমজান ও ঈদের সুনির্দিষ্ট তারিখের ক্ষেত্রে একদিনের হেরফের হওয়ার সম্ভাবনা থাকে।

আরও পড়ুন: শিক্ষার লক্ষ্য শুধু চাকরি নয়, সৃজনশীল মানুষ গড়ে তোলা: প্রধান উপদেষ্টা

দুবাইয়ের ওই সরকারি ক্যালেন্ডারের তথ্য বিশ্লেষণে দেখা যায় যে, রমজান মাসের সম্ভাব্য শেষ দিন হতে পারে আগামী ১৯ মার্চ, যা ২০২৬ সালের ক্যালেন্ডার অনুযায়ী বৃহস্পতিবার। সেই হিসাব অনুযায়ী, পরদিন অর্থাৎ ২০ মার্চ সারা বিশ্বে মুসলিমদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হওয়ার সম্ভাবনা রয়েছে। 

বর্তমানে হিজরি বর্ষপঞ্জির রজব মাস চলছে। সাধারণত হিজরি মাসগুলো চাঁদ দেখার ওপর ভিত্তি করে ২৯ অথবা ৩০ দিনের হয়ে থাকে, তাই শাবান মাসের শেষে রমজানের চাঁদ দেখা গেলেই সুনিশ্চিতভাবে রোজার তারিখ ঘোষণা করা হবে।

আরও পড়ুন: ঢাকায় সংসদ নির্বাচনের ভোটকেন্দ্রে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা

রমজান মাস শুরুর এই সম্ভাব্য সময়কে কেন্দ্র করে ইতিমধ্যে মধ্যপ্রাচ্যসহ সারা বিশ্বের মুসলিম দেশগুলোতে প্রস্তুতি শুরু হয়েছে। সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিজ্ঞানীরাও এর আগে একই সময়ের পূর্বাভাস দিয়েছিলেন। তবে প্রতিবারের মতো এবারও নিজ নিজ দেশে চাঁদ দেখা কমিটির আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমেই কেবল রোজা ও ঈদের চূড়ান্ত তারিখ নির্ধারিত হবে।