টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিতে বঙ্গবীর কাদের সিদ্দিকীর শ্রদ্ধা

Babul khandakar
বাংলাবাজার পত্রিকা রিপোর্ট
প্রকাশিত: ৮:০০ অপরাহ্ন, ২৪ অগাস্ট ২০২৩ | আপডেট: ২:০০ অপরাহ্ন, ২৪ অগাস্ট ২০২৩
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

 গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বঙ্গবীর কাদের সিদ্দিকী। জাতির পিতার ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আজ দুপুরে বাংলাদেশ কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিসৌধ বেদীতে পুস্পস্তবক অর্পন করে বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন। পরে তিনি মহান নেতার প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বেদীর পাশে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।

এরপর কাদের সিদ্দিকী পবিত্র ফাতেহাপাঠ করে বঙ্গবন্ধু ও ১৫ আগস্টের শহীদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মোনাজাতে অংশ নেন। এ সময় দেশ, জাতির অগ্রগতি, সমৃদ্ধি ও কল্যাণে প্রার্থনা করা হয়।

আরও পড়ুন: আমরা কি জুলাই আন্দোলনে ললিপপ খাচ্ছিলাম: রিজভী

শ্রদ্ধা নিবেদন কালে বঙ্গবীরের স্ত্রী নাসরিন সিদ্দিকী, ভাই সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী, শামীম আল মনসুর আজাদ সিদ্দিকী, পরিবারের সদস্যসহ কৃষক শ্রমিক জনতা লীগের ২০০ নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

শ্রদ্ধা নিবেদন শেষে বঙ্গবীর বঙ্গবন্ধু সমাধিসৌধের প্রশাসনিক ভবনে যান। সেখানে রক্ষিত শোক বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।

আরও পড়ুন: রাজধানীতে ফের জাতীয় পার্টির কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগ

এরআগে বঙ্গবীর টুঙ্গিপাড়ায় পৌঁছে বঙ্গবন্ধু সমাধিসৌধের মূলস্তম্ভে প্রবেশ করেন। সেখানে তিনি বঙ্গবন্ধুর কবরের পাশে বাসে দোয়া দরূদ পড়েন। সূত্র: বাসস