আওয়ামী লীগ সন্ত্রাসী কর্মকাণ্ড চালাতে পারে: জয়নুল আবদিন ফারুক
সাবেক বিরোধী দলীয় চীফ হুইপ ও বিএনপি চেয়ারপারসের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, দেশে শেখ হাসিনা নাই, আওয়ামী লীগ নাই কিন্তু তাদের প্রেতাত্মারা আছে। তারা এ সরকাকে অস্বস্তিকর অবস্থায় ফেলতে চেষ্টা করছে।
শুক্রবার বিকেলে নোয়াখালীর সেনবাগের কাবিলপুর ইউনিয়নের ইয়ারপুরে নিজ বাড়িতে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দদের সঙ্গে যৌথ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আরও পড়ুন: কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ডের ক্ষতিগ্রস্তদের জন্য বিএনপির হেলথ ক্যাম্পে ১২০০ জনকে চিকিৎসাসেবা
জয়নুল আবদিন ফারুক বলেন, আসন্ন শারদীয় দুর্গোৎসবকে ঘিরে তারা আওয়ামী লীগ আগামী কয়েকদিনের মধ্যে একটি সন্ত্রাসী কর্মকাণ্ড চালাতে পারে। এ জন্য সরকারের পাশাপাশি বিএনপির প্রতিটি নেতাকর্মী পূজা মন্ডপগুলো পাহারা দিতে হবে। কোনো অবস্থাতেই যেন বিশৃঙ্খলা না হয় সেদিকে নজর রাখতে হবে। দেশকে অস্থিতিশীলতার দিকে নিয়ে যেতে চাইছে তারা। আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে তা মোকাবিলা করতে হবে।
তিনি আরও বলেন, দেশে চলমান রাজনীতির পরিস্থিরি দিকে সবার খেয়াল রাখতে হবে। আবু সাইদ, মুগদ্ধসহ অসংখ্য নেতাকর্মীর রক্তের বিনিময়ে এ দ্বিতীয় স্বাধীনতা এসেছে আমাদের। শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে গেলেও তার নজর এখনও বাংলাদেশের দিকে রয়েছে। তার সব অশুভ পরিকল্পনা বিনষ্ট করে দিতে আমাদের।





