বনানীতে ছাত্র খুন, হাতিরঝিলে যুবক গুলিবৃদ্ধ

রাজধানীর হাতিরঝিলের মোড়লগলি এলাকায় শনিবার (১৯ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে দুর্বৃত্তদের গুলিতে আহত হন যুবদল নেতা আরিফ সরদার (৩৫)। স্থানীয়রা জানান, আরিফকে লক্ষ্য করে গুলি ও ছুরিকাঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে তিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক।
আরও পড়ুন: সংস্কার সংস্কার করে কালক্ষেপণ করলে ভয়ংকর বিপদ ডেকে আনবে: রিজভী
৩৬ নম্বর ওয়ার্ড যুবদলের সহসভাপতি রিপন মিয়া জানান, আরিফ যুবদলের একজন সক্রিয় কর্মী এবং একটি ওয়ার্কশপে কাজ করেন। তার বাড়ি মাদারীপুর জেলার শিবচর উপজেলার হুগলা বালিকান্দি গ্রামে। বর্তমানে তিনি ডেমরার স্টাফ কোয়ার্টার এলাকায় বসবাস করেন।
হাতিরঝিল থানার উপপরিদর্শক (এসআই) মো. রাসেল জানান, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। দোষীদের গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে।
আরও পড়ুন: কারাগারে খালেদা জিয়াকে নির্যাতনের অভিযোগ, জড়িতদের বিচার দাবি মির্জা আব্বাসের
অন্যদিকে, শনিবার বিকেল ৬টার দিকে বনানীর প্রাইম এশিয়া ইউনিভার্সিটিতে ছাত্রদের মাঝে সংঘর্ষের জেরে পারভেজ নামে এক শিক্ষার্থী ছুরিকাঘাতে নিহত হন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, বিকেল ৫টার দিকে মেয়েকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের কয়েকজন ছাত্রের মধ্যে তর্ক-বিতর্ক ও হাতাহাতির ঘটনা ঘটে। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে ডেকে বিষয়টি মীমাংসা করা হলেও, একপর্যায়ে অভিযুক্ত ছাত্র মেহরাজ ও পিয়াস বাইরে থেকে লোক এনে টেক্সটাইল বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী পারভেজকে ছুরিকাঘাত করে। তাকে দ্রুত কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক পারভেজকে মৃত ঘোষণা করেন।
বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাসেল জানান, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় মেরাজ ইসলাম নামের এক ছাত্রকে প্রধান আসামি হিসেবে চিহ্নিত করা হয়েছে। তাকে গ্রেফতারে একাধিক টিম মাঠে কাজ করছে।
র্যাব-১ সিপিসি ও পুলিশের গোয়েন্দা সংস্থা ঘটনাস্থলে উপস্থিত থেকে তদন্ত কার্যক্রম পরিচালনা করছে।