সমাবেশে যোগ দিতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় জামায়াতের দুই নেতা নিহত, আহত অন্তত ৬

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১:২৯ অপরাহ্ন, ১৯ জুলাই ২০২৫ | আপডেট: ৭:২৯ পূর্বাহ্ন, ১৯ জুলাই ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে অংশ নিতে ঢাকার উদ্দেশে যাত্রাকালে ফরিদপুরের ভাঙ্গায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় খুলনার দাকোপ উপজেলার জামায়াতের আমিরসহ দুইজন নিহত হয়েছেন। এছাড়াও আহত হয়েছেন অন্তত ছয়জন নেতাকর্মী। দুর্ঘটনাটি ঘটে শনিবার (১৯ জুলাই) ভোররাতে ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে থানার সামনে এক্সপ্রেস রোডের শুরুতে। নিহতরা হলেন—মাওলানা আবু সাঈদ (৫২) ও মোহাম্মদ আমানত শেখ (৫৫)।

আবু সাঈদ ঘটনাস্থলেই নিহত হন। তিনি খুলনা জেলার দাকোপ উপজেলা জামায়াতে ইসলামীর আমির ও চালনা বিল্লালিয়া আলিম মাদ্রাসার সহকারী মৌলভী ছিলেন। মোহাম্মদ আমানত শেখ চিকিৎসাধীন অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। তিনি বানিশান্তা এলাকার বাসিন্দা।

আরও পড়ুন: পিছনের দরজা দিয়ে গণতন্ত্র ধ্বংসের ষড়যন্ত্র এখনো চলছে: ডা. রফিক

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোররাতে গাড়ি পার্ক করে চা খাচ্ছিলেন জামায়াত নেতাকর্মীরা। হঠাৎ ব্যানার খুলে যাওয়ায় আবু সাঈদ সেটি ঠিক করছিলেন। ঠিক তখনই অজ্ঞাত একটি দ্রুতগামী গাড়ি পেছন থেকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে তিনটি গাড়ির মধ্যে সংঘর্ষ হয়।

ভাঙ্গা হাইওয়ে থানার ওসি রোকিবুজ্জামান জানান, দুর্ঘটনার পর স্থানীয় জনতা ও পুলিশ দ্রুত আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। আহতদের মধ্যে আনিসুর রহমান ও ইকবাল হোসেনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের পাঠানো হয়েছে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে।

আরও পড়ুন: দেশপ্রেমিক শক্তির বিরুদ্ধে একটি মহল ষড়যন্ত্র করছে: মির্জা আব্বাস

ভাঙ্গা থানার ওসি আশফাক হোসেন জানান, দুর্ঘটনার পর হাইওয়ে পুলিশ, থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ সম্পন্ন করে। দুর্ঘটনায় ব্যবহৃত মিনি বাস ও নিহতদের মরদেহ পুলিশের হেফাজতে রয়েছে। পরে লাশ সুরতহাল শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।