জামায়াতের জাতীয় সমাবেশে বিএনপিকে আমন্ত্রণ জানানো হয়নি: সালাহউদ্দিন আহমদ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে বিএনপিকে কোনো আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হয়নি বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। শনিবার (১৯ জুলাই) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। তিনি জানান, সালাহউদ্দিন আহমদ বলেছেন, জামায়াতের এই সমাবেশে বিএনপির কাউকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হয়নি।
এর আগে দুপুর ২টায় রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে শুরু হয় বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশের মূল কার্যক্রম। পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া এই সমাবেশে দলের সাতদফা দাবির কথা তুলে ধরা হয়।
আরও পড়ুন: আল বদর বাহিনী ধর্মকে বিক্রি করছে, বিএনপি বিশৃঙ্খলাকে প্রশ্রয় দেয় না: আমিনুল হক
জাতীয় নির্বাচনকে সামনে রেখে আয়োজিত এই কর্মসূচিতে সকাল থেকেই ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। সমাবেশ শুরুর আগেই সোহরাওয়ার্দী উদ্যান কানায় কানায় পূর্ণ হয়ে যায়। অনেকেই উদ্যানে জায়গা না পেয়ে আশপাশের এলাকাতেও অবস্থান নেন।
এদিকে বিএনপিকে আমন্ত্রণ না জানানো নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা তৈরি হয়েছে। অনেকেই এটিকে বর্তমান রাজনৈতিক সমীকরণের একটি ইঙ্গিত হিসেবেও দেখছেন।
আরও পড়ুন: রাজধানীতে অভিযান: নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ১৩ নেতা-কর্মী গ্রেফতার