মাইলস্টোনের ঘটনায় লাঠিপেটার প্রতিবাদে জাতীয় সংলাপ থেকে ১০ মিনিটের ওয়াকআউট

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের পর শিক্ষার্থী ও অভিভাবকদের ওপর পুলিশের লাঠিপেটার ঘটনায় প্রতিবাদ জানিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের সংলাপ থেকে ১০ মিনিটের প্রতীকী ওয়াকআউট করেছেন সিপিবি, বাসদ এবং বাংলাদেশ জাসদের নেতারা।
বুধবার (২৩ জুলাই) সকাল ১১টার কিছু পর শুরু হয় কমিশনের দ্বিতীয় পর্যায়ের সংলাপের ১৮তম দিনের অধিবেশন। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ও সংলাপের সঞ্চালক মনির হায়দার বক্তব্য দেওয়ার জন্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজকে আহ্বান জানান।
আরও পড়ুন: দেশে ফিরে নির্বাচনী প্রচারণায় নেতৃত্ব দেবেন তারেক রহমান: আমান উল্লাহ আমান
ঠিক সে মুহূর্তে সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন, মাইলস্টোন স্কুলে হৃদয়বিদারক ঘটনার প্রতিবাদে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের উপর হামলা হয়েছে। এর মাধ্যমে স্বৈরাচারী শাসনের ছায়া আমরা দেখতে পাচ্ছি। যারা অতীতে স্বৈরাচারকে সহযোগিতা করেছে, তারাই এখন ষড়যন্ত্র করছে।
তিনি আরও বলেন, “এই ঘটনার প্রতিবাদ না করে এখানে বসে থাকা আমাদের পক্ষে সম্ভব নয়। তাই আমরা ১০ মিনিটের জন্য প্রতীকী ওয়াকআউট করছি।”
আরও পড়ুন: নির্বাচনকে বিলম্বিত করতেই পিআর পদ্ধতির নামে আন্দোলন হচ্ছে: মির্জা ফখরুল
এই ঘোষণার সঙ্গে একাত্মতা প্রকাশ করেন বাংলাদেশ জাসদের স্থায়ী কমিটির সদস্য মুশতাক হোসেন এবং বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ।
ওয়াকআউটের প্রতিক্রিয়ায় অধ্যাপক আলী রীয়াজ বলেন, তিনটি দলের প্রতীকী প্রতিবাদ নাগরিক ও রাজনৈতিক অধিকারেরই বহিঃপ্রকাশ। আমরা তাদের বক্তব্য নোট করলাম, আশা করি সরকার তা বিবেচনায় নেবে।”
পরে সকাল ১১টা ২৫ মিনিটে ওয়াকআউটকারী নেতারা পুনরায় সংলাপে অংশগ্রহণ করেন।