এনসিপির অনুরোধে সমাবেশের স্থান পরিবর্তন করলো ছাত্রদল

জাতীয় নাগরিক পার্টির(এনসিপি) অনুরোধে আগামী ৩ আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারের পূর্বঘোষিত ছাত্র সমাবেশের স্থান পরিবর্তন করেছে জাতীয়তাবাদী ছাত্র দল।
বুধবার সকালে নয়া পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জাতীয়তাবাদী ছাত্র দলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এই সিদ্ধান্তের কথা জানান।
আরও পড়ুন: জোটে না এককভাবে এখনও সিদ্ধান্ত হয়নি: সারজিস আলম
তিনি বলেন, আমরা যেহেতু ছাত্র সমাবেশের কর্মসূচিটি প্রথম ঘোষণা করি এবং যথাযথ কর্তৃপক্ষের অনুমতিও লাভ করি। তাই কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করার আমরাই একমাত্র বৈধ দাবিদার।
‘তারপরও একটি উদার গণতান্ত্রিক সহাবস্থানে বিশ্বাসী পরম সহিষ্ণু গ্রহনযোগ্য সকল মত-পথের প্রতি শ্রদ্ধাশীল সংগঠন হিসেবে আমরা জাতীয় নাগরিক পার্টি-এনসিপির অনুরোধকে বিবেচনায় নিয়ে আমাদের ছাত্র সমাবেশের স্থানটি পরিবর্তন করার সিদ্ধান্ত গ্রহন করেছি। আমাদের ৩ আগস্টে সমাবেশটি সেদিন কেন্দ্রীয় শহীদ মিনারের পরিবর্তে শাহবাগে অনুষ্ঠিত হবে বলে জাতীয়তাবাদী ছাত্র দল সিদ্ধান্ত নিয়েছে।
আরও পড়ুন: দেশে ফিরে নির্বাচনী প্রচারণায় নেতৃত্ব দেবেন তারেক রহমান: আমান উল্লাহ আমান
রাকিব বলেন, ‘একান্তই উদারনৈতিক রাজনৈতিক অবস্থানের উদাহরণ হিসেবে এই স্থান পরিবর্তনের কারণে রাজধানীর ব্যস্ত সড়কে যদি কোনোরুপ ভোগান্তি তৈরি হয় এই অনিচ্ছাকৃত সমস্যার জন্য আমরা নগরবাসীর কাছে অগ্রিম দূঃখ প্রকাশ করছি।
আশা করছি, তারা এই দিনটির তাৎপয্র্ ও আমাদের স্থান পরিবর্তনকে অবশ্যই তারা বিবেচনায় রাখবেন।
এনসিপির নেতাদের বার বার অনুরোধের কারণে ছাত্র দল তার নির্ধারিত সমাবেশের স্থান পরিবর্তন করেছে বলে জানান রাকিব।
সংবাদ সম্মেলনে ছাত্র দলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির, সিনিয়র সহসভাপতি আবু আফসান মো. ইয়াহিয়া,জ্যেষ্ঠ সাধারণ সম্পাদক শ্যামল মালুমসহ ছাত্র দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
এর আগে সকালে নিচতলায় বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুলের আশু আরোগ্য কামরায় ছাত্র দল মিলাদ ও দোয়া মাহফিল করে। সেখানে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।