একটি বিশেষ দল গণতান্ত্রিক চর্চাকে ব্যাহত করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে : ডা. রফিক

বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম বলেছেন, জুলাই আন্দোলনকে নস্যাৎ করে দেওয়ার জন্য একটি বিশেষ দল গণতান্ত্রিক চর্চাকে ব্যাহত করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তাদের উদ্দেশ্য ভিন্ন। তারা যেমন স্বাধীনতা যুদ্ধেই বিরোধিতা করেছিল, তেমনি দেশের মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার যে চূড়ান্ত লক্ষ্যে জুলাই আন্দোলন হয়েছিল তার বিরোধিতায়ও লিপ্ত হয়েছে তারা।
বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ জনঅধিকার পার্টি আয়োজিত ‘জুলাই অভ্যুত্থান ২০২৪-এর বর্ষপূর্তি আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে’ বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আরও পড়ুন: আমরা কি জুলাই আন্দোলনে ললিপপ খাচ্ছিলাম: রিজভী
এসময় তিনি জুলাই আন্দোলনে আহতদের সঠিক চিকিৎসা অনেক ক্ষেত্রে নিশ্চিত না হওয়ায় গভীর ক্ষোভ প্রকাশ করে ডা. রফিক বলেন, ছাত্রজনতার আন্দোলনের শুরু থেকেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমরা সম্পৃক্ত হই। সমমনা সব দলের সাথে বৈঠকের পর জুলাই আন্দোলনে আমাদের সম্পৃক্ত হওয়ার কৌশল ঠিক করে দেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান।
তিনি বলেন, এদেশে ফ্যাসিবাদ চিরতরে দূর করতে অন্তর্বর্তীকালীন সরকার ও নির্বাচন কমিশন যে নির্বাচনী রোডম্যাপ দিয়েছে তার বাস্তবায়ন হতে হবে।
আরও পড়ুন: রাজধানীতে ফের জাতীয় পার্টির কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগ
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, বিএনপির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম, ডা. শাখাওয়াত হোসেন সায়ন্তসহ অন্যান্য নেতৃবৃন্দ।