নুরের শারীরিক অবস্থা অবনতি, শান্ত পরিবেশে চিকিৎসার পরামর্শ

রাজধানীতে সংঘর্ষে আহত গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের শারীরিক অবস্থার কিছুটা অবনতি হয়েছে। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) নুরের অফিসিয়াল ফেসবুক পেজে এক এডমিন পোস্টে জানানো হয়, চিকিৎসকরা তাকে সম্পূর্ণ নিরিবিলি পরিবেশে রাখার পরামর্শ দিয়েছেন। কিন্তু হাসপাতালে দর্শনার্থীর ভিড়ের কারণে সেই পরিবেশ ব্যাহত হচ্ছে।
আরও পড়ুন: আমরা কি জুলাই আন্দোলনে ললিপপ খাচ্ছিলাম: রিজভী
পোস্টে দলীয় নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি আহ্বান জানানো হয়, হাসপাতালে ভিড় না করে যার যার অবস্থান থেকে আল্লাহর কাছে নুরের সুস্থতার জন্য দোয়া করার অনুরোধ করা হয়েছে।
এর আগে, গত ২৯ আগস্ট সন্ধ্যায় রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ বাঁধে। পরে রাত ৯টার দিকে পরিস্থিতি উত্তপ্ত হলে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে গিয়ে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।
আরও পড়ুন: রাজধানীতে ফের জাতীয় পার্টির কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগ
এ সময় আল রাজী টাওয়ারের সামনে অবস্থান নেওয়া গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর লাঠিচার্জ করলে নুর গুরুতর আহত হন। পরে দলীয় নেতাকর্মীরা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।