মালিবাগে সোহাগ পরিবহনের কাউন্টারে হামলা, মালিকসহ আহত অনেকে

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৭:৫৮ পূর্বাহ্ন, ০৪ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ৭:৫৮ পূর্বাহ্ন, ০৪ সেপ্টেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজধানীর মালিবাগে সিগারেট খাওয়াকে কেন্দ্র করে সোহাগ পরিবহনের কাউন্টারে ভয়াবহ হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। বুধবার (৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে এ হামলায় পরিবহনের মালিক আলী হাসান তালুকদার পলাশসহ অন্তত ১৪-১৫ জন কর্মী আহত হন। গুরুতর আহত অবস্থায় পলাশের গাড়িচালক মাসুদ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

প্রত্যক্ষদর্শীরা জানান, কাউন্টারের সামনে দুই যুবক ধূমপান করছিলেন। কর্মচারীরা তাদের অন্যত্র যেতে বললে বাকবিতণ্ডা শুরু হয়। কিছুক্ষণ পর ওই যুবকেরা প্রায় ৬০-৭০ জনকে নিয়ে এসে এলোপাথারি হামলা চালায়। এতে কাউন্টারের কাচ ও আসবাবপত্র ভাঙচুর হয়, পাশাপাশি যাত্রীদের মধ্যেও আতঙ্ক ছড়িয়ে পড়ে।

আরও পড়ুন: কাপাসিয়ায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ

সোহাগ পরিবহন কর্তৃপক্ষের দাবি, স্থানীয় একটি রাজনৈতিক সংগঠনের নেতার নেতৃত্বে এই হামলা হয়েছে। হামলাকারীরা মালিকের বাসায়ও ঢোকার চেষ্টা করে এবং তার গাড়িতে ভাঙচুর চালায়।

রমনা মডেল থানার ডিউটি অফিসার এআই আশরাফুল ইসলাম জানান, ৯৯৯-এ কল পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। উপ-পরিদর্শক (এসআই) মো. নাহিদ বলেন, প্রাথমিকভাবে জানা গেছে ধারালো অস্ত্রের আঘাতে দুজন গুরুতর আহত হয়েছেন। ঘটনার ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে হামলাকারীদের শনাক্তের চেষ্টা চলছে।

আরও পড়ুন: ঝটিকা মিছিল, ঢাকায় আওয়ামী লীগের নয় নেতাকর্মী গ্রেফতার

এ ঘটনায় এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।