দেওয়ানগঞ্জে মা ও বড় ভাইয়ের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

জামালপুরের দেওয়ানগঞ্জে মা আনোয়ারা বেগমের করা মিথ্যা মামলা ও সে বিষয়ে সংবাদ পরিবেশনের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছে বড় দুই ভাই মনিরুল ইসলাম ও আমিরুল ইসলাম। এবং মৃত্যুর পূর্বেই কবর খুঁড়ে বড় ভাইকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে ওই ছোট ভাই দুই জনের বিরুদ্ধে।
বুঝবার পৌর শহরের দেওয়ানগঞ্জ টাওয়ারে অবস্থিত গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স অফিসে এক সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন ভুক্তভোগী বড় ভাই মনিরুল ইসলাম। তারা উভয়েই উপজেলার সদর ইউনিয়নের খড়মা পূর্বপাড়া গ্রামের মৃত মোফাজ্জল হোসেনের ছেলে।
আরও পড়ুন: দেশ শান্ত থাকলে যাদের মন খারাপ হয় তারাই পিআর চায়: ড. মনিরুজ্জামান
সংবাদ সম্মেলনে মনিরুল ইসলাম বলেন, গত ১ সেপ্টেম্বর ছামিউল ইসলাম মিন্টু ও নুরুন্নবী আজাদের প্ররোচনায় সহোদর বড় ভাই আমিরুল ইসলাম ও মনিরুল ইসলামের বিরুদ্ধে দেওয়ানগঞ্জ মডেল থানায় গরু চুরির অভিযোগ করেন তাদের মা আনোয়ারা বেগম। এ নিয়ে একটি দৈনিক ও কিছু অনলাইন পত্রিকায় সংবাদ ছাপা হয়। থানায় অভিযোগ ও বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশের তীব্র নিন্দা জানিয়ে সংবাদ সম্মেলনে মনিরুল ইসলাম বলেন, বিগত কয়েক মাস থেকে মা ও চার ভাইয়ের মধ্যে পারিবারিক কলহ দেখা দেয়। সময় অসময়ে বাগবিতণ্ডা হয়।
এক পর্যায়ে তাদের ছোট দুই ভাই ছামিউল ইসলাম মিন্টু ও নুরুন্নবী আজাদ বড় ভাই মনিরুল ইসলামের কেনা সম্পত্তির ভোগদখল ছেড়ে না দিয়ে তাকে বাড়ি থেকে বের করে দেওয়ার চেষ্টা করে। দীর্ঘদিনের বিরোধের জেরে ছামিউল ইসলাম মিন্টু ও নুরুন্নবী আজাদ বড় ভাই মনিরুল ইসলামকে গুলি করে হত্যার হুমকি দেন এবং তার বাবার কবরের পাশে জীবিত ভাইয়ের কবর খুঁড়ে রাখেন। বিষয়টি নিয়ে মনিরুল ইসলাম দেওয়ানগঞ্জ মডেল থানায় সাধারণ ডায়েরি করেন।
আরও পড়ুন: এদেশের রাজনীতিতে আওয়ামী লীগের আর ফিরে আসার সুযোগ নেই: খোকন
মনিরুল ইসলাম আরও বলেন, ছোট দুই ভাই ছামিউল ইসলাম মিন্টু ও নুরুন্নবী আজাদ মা আনোয়ারা বেগমকে ফুঁসলিয়ে গত ১ সেপ্টেম্বর গরু চুরির অভিযোগ দেন বড় দুই ভাই আমিরুল ইসলাম ও মনিরুল ইসলামের বিরুদ্ধে। বিষয়টি মূলত বানোয়াট, মিথ্যা। পারিবারিক কলহের জের ধরে এমন কাজ করেছে তাদের ছোট ভাই ছামিউল ইসলাম মিন্টু ও নুরুন্নবী আজাদ।
ভুক্তভোগী আমিরুল ইসলাম বলেন, গরু চুরি একটি সাজানো নাটক। তাদের ফাঁসানোর জন্য মা আনোয়ারা বেগমকে দিয়ে এমন মিথ্যা অভিযোগ করিয়েছে তাদের ছোট দুই ভাই।
অভিযুক্ত ছামিউল ইসলাম মিন্টু বলেন, গরু চুরি বিষয়ে মাকে তারা কোনো প্ররোচনা দেননি। তারা বড় ভাইদের ফাঁসানোর পাঁয়তারা বা চেষ্টায় লিপ্ত নন। সেই সাথে বড় ভাই মনিরুল ইসলামকে হত্যার হুমকি দিয়ে কোনো প্রকার কবর খুঁড়েননি তারা ছোট দুই ভাই।