কাপাসিয়ায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ

Any Akter
কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশিত: ৪:২২ অপরাহ্ন, ০৩ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ১১:৫৭ অপরাহ্ন, ০৩ সেপ্টেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাজীপুরের কাপাসিয়া উপজেলা বিএনপির উদ্যোগে বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৩ সেপ্টেম্বর বুধবার দুপুরে দলীয় নেতৃবৃন্দদের অংশগ্রহণে শোভাযাত্রাটি কাপাসিয়া সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। 

গাজীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কাপাসিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক শাহ রিয়াজুল হান্নান, সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব খন্দকার আজিজুর রহমান পেরা ও সিনিয়র নেতা ফকির মোঃ মমতাজ উদ্দিন রেনুর নেতৃত্বে বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। পরে উপজেলা পরিষদ সংলগ্ন সদর সড়কে সমবেত এক সমাবেশে নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন জেলা ও উপজেলা বিএনপি নেতা আঃ করিম বেপারী, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ খলিলুর রহমান, জেলা ও উপজেলা বিএনপির নেতা আফজাল হোসাইন, আজগর হোসেন খান, জেলা মহিলা দলের সভাপতি জান্নাতুল ফেরদৌসী, জেলা কৃষকদলের সদস্য সচিব ফকির ইস্কান্দার আলম জানু, কাপাসিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য ও কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক ফরিদুল আলম বুলু, সদস্য সচিব জুনায়েদ হোসেন লিয়ন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ ফরিদ শেখ, সদস্য সচিব সিরাজুল ইসলাম, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ইমরান হোসেন শিশির, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব জাহিদুল ইসলাম জাহিদ, উপজেলা শ্রমিকদলের সভাপতি মোশারফ হোসেন, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, উপজেলা মহিলা দলের সভাপতি শাহনাজ পারভীন শিখা, সাধারণ সম্পাদক শারমিন সুলতানা প্রমুখ।

আরও পড়ুন: ঝটিকা মিছিল, ঢাকায় আওয়ামী লীগের নয় নেতাকর্মী গ্রেফতার

এছাড়া শোভাযাত্রায় উপজেলা বিএনপির ১১ টি ইউনিয়নের সভাপতি ও সাধারণ সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শোভাযাত্রাটি সদর সড়ক প্রদক্ষিণের সময় দুই পাশে দাঁড়িয়ে শত শত উৎসুক জনতা অভিবাদন জানান। এসময় শোভাযাত্রায় নেতৃত্বদানকারী শাহ্ রিয়াজুল হান্নান হবার উদ্দ্যেশ্যে হাত নেড়ে কৃতজ্ঞতা স্বীকার করেন। 

সমবেত সমাবেশে প্রধান অতিথি শাহ রিয়াজুল হান্নান বলেন, মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের গড়া দল বিএনপি আজ লক্ষ কোটি জনতার প্রাণের সংগঠন। দেশের ক্রান্তিকালে বার বার বিএনপির নেতৃত্বাধীন সরকার গঠিত হয়েছে। এ দলটি সাধারণ মানুষের আস্থার প্রতীক হিসাবে দেশ, জাতী ও সমাজের প্রতি দায়বদ্ধতা স্বীকার করেছেন। বিএনপির নেতৃত্বাধীন দীর্ঘ আন্দোলন-সংগ্রামে ফ্যাসিবাদের পতন হয়েছে। একটি বিতর্কিত দল স্বাধীনতা সংগ্রামে নির্লজ্জ ভাবে বিরোধীতা করেছে। বর্তমানে পিআর পদ্ধতির কথা বলে নির্বাচন বানচালের বৃথা চেষ্টা করছে। তাদের সে আশা কখনো পুরন হবে না। 

আরও পড়ুন: আদাবরে পুলিশের ওপর কিশোর গ্যাংয়ের হামলা, গুরুতর আহত এক পুলিশ সদস্য

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, দেশের গণতন্ত্রকামী মানুষের প্রিয় দল হিসাবে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের মানুষ বিএনপিকে ভোট দিয়ে নির্বাচিত করবেন। এদেশে যতোগুলো সুষ্ঠু নির্বাচন হয়েছে, সবগুলো নির্বাচনে বিএনপি বিজয়ী হয়েছে। বিএনপির পক্ষে জনগণ আছে, জনগণের সাথে বিএনপি আছে। বিএনপি-ই গণতান্ত্রিক প্রক্রিয়া চলমান রেখেছে। এদেশের প্রত্যেকটি মানুষের রাজনীতি করার অধিকার রয়েছে। বিএনপি মতপ্রকাশের স্বাধীনতায় বিশ্বাস করে। ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরুর উপর জাতীয় পার্টির হামলার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি