লাইফ সাপোর্টে সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১১:৫৫ অপরাহ্ন, ২৮ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ১১:৫৫ অপরাহ্ন, ২৮ সেপ্টেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ রাজধানীর স্কয়ার হাসপাতালে লাইফ সাপোর্টে রয়েছেন।

রবিবার (২৮ সেপ্টেম্বর) তার পরিবারের একজন সদস্য গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, “ওনার শরীরটা ভালো না। উনি হাসপাতালে ভর্তি। ওনার জন্য সবাই দোয়া করবেন।”

আরও পড়ুন: জোটে না এককভাবে এখনও সিদ্ধান্ত হয়নি: সারজিস আলম

দীর্ঘ কয়েক বছর ধরে হুইলচেয়ারে চলাফেরা করছেন তোফায়েল আহমেদ। স্ট্রোকজনিত কারণে তার শরীরের একাংশ প্যারালাইজড হয়ে গেছে বলে জানা গেছে। নিয়মিত চিকিৎসকের তত্ত্বাবধানে ছিলেন তিনি।

তোফায়েল আহমেদ ৯ বার জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হয়েছেন। সর্বশেষ তিনি ভোলা-১ আসন থেকে সংসদ সদস্য ছিলেন। এছাড়া দীর্ঘদিন তিনি বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।

আরও পড়ুন: দেশে ফিরে নির্বাচনী প্রচারণায় নেতৃত্ব দেবেন তারেক রহমান: আমান উল্লাহ আমান