তিন রাষ্ট্রদূতের সঙ্গে এনসিপির বৈঠক

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৮:৫৫ অপরাহ্ন, ১৫ অক্টোবর ২০২৫ | আপডেট: ৮:৫৫ অপরাহ্ন, ১৫ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বাংলাদেশে অবস্থানরত ডেনমার্ক, নরওয়ে ও সুইডেনের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। বুধবার (১৫ অক্টোবর) সকালে নরওয়েজিয়ান রাষ্ট্রদূত হ্যাকন অ্যারাল্ড গুলব্রান্ডসেনের বাসভবনে প্রাতঃরাশের আমন্ত্রণে সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইক্স এবং ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিক্স মোলারসহ সবাই একত্রিত হন।

এনসিপির প্রতিনিধি দলে ছিলেন— যুগ্ম আহ্বায়ক ও আন্তর্জাতিক সেল প্রধান সুলতান মোহাম্মদ জাকারিয়া, যুগ্ম সদস্য সচিব ও আন্তর্জাতিক সেল উপ-প্রধান আলাউদ্দীন মোহাম্মদ এবং যুগ্ম মুখ্য সমন্বয়ক ও ইউরোপ ডেস্কের দায়িত্বে থাকা নাভিদ নওরোজ শাহ্।

আরও পড়ুন: জুলাই সনদে স্বাক্ষর করবে না এনসিপি: নাহিদ ইসলাম

এনসিপির যুগ্ম সদস্য সচিব মুশফিক উস সালেহীনের সই করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বৈঠকে সমসাময়িক রাজনীতি নিয়ে আলোচনা হয়েছে। রাষ্ট্রদূতরা বিশেষভাবে সংস্কার ও জুলাই সনদ নিয়ে জাতীয় ঐকমত্যের অগ্রগতি সম্পর্কে জানতে চান। এ সময় আগামী নির্বাচন ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিয়েও কথা হয়।

উভয় পক্ষই বাংলাদেশ ও স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলোর কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক বৃদ্ধিতে গুরুত্ব আরোপ করেছেন।

আরও পড়ুন: মধ্যরাতে হাসপাতালে ভর্তি হলেন খালেদা জিয়া