ঢাকায় কয়েকটি স্থানে আওয়ামী লীগের মিছিল, গ্রেপ্তার ৬

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৪:৫৯ অপরাহ্ন, ২১ অক্টোবর ২০২৫ | আপডেট: ১১:১০ অপরাহ্ন, ২১ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ঝটিকা মিছিল করায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের আরও ৬ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।

আরও পড়ুন: নির্বাচনকালীন নিরপেক্ষ প্রশাসনের দাবি

তিনি বলেন, “রাজধানীতে কয়েকটি জায়গায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ঝটিকা মিছিল বের করার চেষ্টা করছিল। ডিবির অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে।”

এর আগে, গত ১০ মে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের এক বিশেষ সভায় জুলাই মাসে গণ-অভ্যুত্থানকালে সংঘটিত হত্যাকাণ্ডগুলোর বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের সব কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়। তারও আগে, ২০২৪ সালের অক্টোবর মাসে নিষিদ্ধ করা হয় আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগকে।

আরও পড়ুন: প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গে বৈঠকে বিএনপি প্রতিনিধি দল

নিষিদ্ধ ঘোষণার পরও বিভিন্ন সময়ে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে মিছিল বা কর্মসূচি পালনের চেষ্টা করেছে। কোনো কোনো ক্ষেত্রে প্রতিরোধের মুখে পড়লেও কোথাও কোথাও সংঘর্ষেরও ঘটনা ঘটেছে।

ডিএমপি জানিয়েছে, মিছিল ঠেকাতে এবং মিছিলে অংশ নেওয়া ব্যক্তিদের আইনের আওতায় আনতে পুলিশ সক্রিয়ভাবে তৎপর রয়েছে। এ বিষয়ে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে প্রতিটি থানাকে নির্দেশনা দেওয়া হয়েছে।

পুলিশের তথ্য অনুযায়ী, অক্টোবর মাসে এখন পর্যন্ত মোট ৮১ জন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীকে রাজধানী থেকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে গত ২৪ সেপ্টেম্বর একদিনেই রাজধানীর বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয় ২৪৪ জনকে।

তৎকালীন এক সংবাদ সম্মেলনে ডিএমপির অতিরিক্ত কমিশনার এস. এন. নজরুল ইসলাম জানান, উত্তরা, ফার্মগেট, তেজগাঁও এলাকা থেকে যাদের গ্রেপ্তার করা হয়, তারা অধিকাংশই ময়মনসিংহ, কিশোরগঞ্জ, গাজীপুর ও গোপালগঞ্জ থেকে এসে রাজধানীতে মিছিলে অংশ নেন। এমনকি টাকার বিনিময়ে মিছিল করানোর অভিযোগও রয়েছে।

ডিএমপির উপ-পুলিশ কমিশনার তালেবুর রহমান বলেন, “আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ সর্বোচ্চ সতর্ক আছে। কোনো ধরনের বেআইনি রাজনৈতিক তৎপরতা বরদাশত করা হবে না।”