পিআর হলে দেশে সরকার গঠন নাও হতে পারে: খন্দকার মোশাররফ
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) পদ্ধতি নিয়ে দেশে ষড়যন্ত্র চলছে। তিনি সতর্ক করে বলেন, “পিআর হলে এমনও হতে পারে দেশে কোনো সরকার গঠনই হবে না।”
বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে ঢাকা ফোরাম ইনিশিয়েটিভ আয়োজিত ‘তারেক রহমান: পলিটিক্স অ্যান্ড পলিসি’ শীর্ষক সেমিনারে তিনি এ মন্তব্য করেন।
আরও পড়ুন: অনশনরত তারেকের প্রতি বিএনপির সংহতি জানালেন রুহুল কবির রিজভী
খন্দকার মোশাররফ বলেন, “পিআর পদ্ধতিতে নির্বাচিত সংসদ সদস্যরা জনগণের নয়, দলীয় হবেন। এতে গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হবে।”
তিনি অভিযোগ করেন, ভোট বিলম্বিত বা বাতিলের ষড়যন্ত্র চলছে। কিছু ব্যক্তি অপ্রাসঙ্গিক ইস্যু তুলে নির্বাচনী সংকট তৈরি করার চেষ্টা করছেন। তবে জনগণের ভোট ছাড়া কোনো বিকল্প নেই বলে জানান বিএনপির এই নেতা।
আরও পড়ুন: চট্টগ্রামে দুই সন্ত্রাসী দলের সংঘর্ষ, বিএনপি বিষয়টিকে সহজভাবে নিচ্ছে না: আমীর খসরু
মোশাররফ আরও বলেন, “সরকারকে অবশ্যই নির্বাচনের মাধ্যমে জনগণের প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। ফেব্রুয়ারি ভোটের জন্য নিরাপদ সময়, এর পরে যাওয়ার কোনো সুযোগ নেই।”





