ঢাবি উপাচার্যের সঙ্গে আয়ারল্যান্ডের রাষ্ট্রদূত ও উত্তর আয়ারল্যান্ডের প্রথম পুলিশ ন্যায়পালের সৌজন্য সাক্ষাৎ
ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত আয়ারল্যান্ডের অনাবাসিক রাষ্ট্রদূত মি. কেভিন কেলি এবং উত্তর আয়ারল্যান্ডের প্রথম পুলিশ ন্যায়পাল ব্যারোনেস নুয়ালা ও'লোন। বৃহস্পতিবার (৬ নভেম্বর ২০২৫) সকাল ১১টায় উপাচার্যের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে ঢাকা বিশ্ববিদ্যালয় ও আয়ারল্যান্ডের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মধ্যে যৌথ শিক্ষা ও গবেষণা কার্যক্রম, একাডেমিক বিনিময় ও সহযোগিতা বৃদ্ধির সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। ভবিষ্যতে দুই দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে অংশীদারিত্বমূলক নেটওয়ার্ক গড়ে তুলতে উভয় পক্ষ আগ্রহ প্রকাশ করেন।
আরও পড়ুন: জকসু নির্বাচনের তফশিল ঘোষণা, নির্বাচন ২২শে ডিসেম্বর
এসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আসফাক আহমদ, অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন, অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী এবং অধ্যাপক ড. মুহাম্মদ মেজবাহ্-উল-ইসলাম উপস্থিত ছিলেন।
উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস, শিক্ষা ও গবেষণা কার্যক্রম সম্পর্কে অতিথিদের অবহিত করেন এবং বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক অঙ্গনে আরও এগিয়ে নিতে বৈশ্বিক অংশীদারিত্ব গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
আরও পড়ুন: শান্তিরক্ষা প্রশিক্ষণ ও গবেষণায় সহযোগিতা জোরদারে ঢাবি-বিপসটের চুক্তি
সাক্ষাৎ শেষে ব্যারোনেস নুয়ালা ও'লোন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগ আয়োজিত ‘Irish Experience of Justice and Reform’ শীর্ষক জনবক্তৃতা প্রদান করেন। অনুষ্ঠানে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী শুভেচ্ছা বক্তব্য দেন। আয়োজনে সহযোগিতা করে আয়ারল্যান্ড দূতাবাস।





