এ যাত্রায় আপনি যুক্ত হলে আমরা সফল হতে পারব: তাসনিম জারা

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১০:৩৮ অপরাহ্ন, ০৬ নভেম্বর ২০২৫ | আপডেট: ১০:৩৮ অপরাহ্ন, ০৬ নভেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দেশ গঠনে সৎ ও যোগ্য মানুষের সংসদে পৌঁছানোর বিকল্প নেই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা।

বৃহস্পতিবার রাতে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, “আমাদের রাজনীতি এমন এক পর্যায়ে গড়িয়েছে যেখানে সৎ ও যোগ্য মানুষের পার্লামেন্টে পৌঁছানো তো দূরের কথা, তারা অনেক সময় পার্টির মনোনয়নের তালিকাতেও স্থান পান না। এতে জনগণ তাদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করার সুযোগ হারান।”

আরও পড়ুন: যে ফোর্স রয়েছে তাতে সবার নিরাপত্তা দেওয়া সম্ভব নয়’: এসএমপি কমিশনার

ডা. তাসনিম জারা বলেন, “আমরা চাই এনসিপি এমন একটি দল হিসেবে গড়ে উঠুক যা সৎ ও যোগ্য নাগরিকদের সংসদে যাওয়ার পথ তৈরি করবে। আমরা শিক্ষক, ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইনজীবী, কৃষক, শ্রমিক, উদ্যোক্তা—সব পেশার যোগ্য ও সেবাপ্রবণ মানুষদের মনোনয়ন দিতে চাই। যাতে জনগণ তাদের মতো মানুষকেই সংসদে পাঠাতে পারেন।”

তিনি আরও বলেন, “আমাদের পার্টির নাম ‘নাগরিক পার্টি’—এ নামেই নিহিত আছে আমাদের দর্শন। আজ এনসিপির মনোনয়ন প্রত্যাশীদের জন্য আবেদন ফরম উন্মুক্ত করা হলো। যারা নিজ নিজ এলাকায় কাজ করেন, জনগণের আস্থা অর্জন করেছেন এবং রাজনীতিকে পরিষ্কার ও দায়িত্বশীলভাবে দেখতে চান, তাদের সবাইকে আবেদন করার আহ্বান জানাই। আমরা রাজনীতিকে দুর্বৃত্তায়নমুক্ত করতে চাই—এ যাত্রায় আপনি যুক্ত হলে আমরা সফল হতে পারব।”

আরও পড়ুন: ‘জাতীয় লজিস্টিকস নীতি-২০২৫’ অনুমোদন