জয় বাংলা বলা অপরাধ হলে আমাকে আগে গ্রেপ্তার করুন: কাদের সিদ্দিকী
কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, তার দলের নেতাকর্মীরা সারাজীবন ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ বলবেন। তিনি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, যদি জয় বাংলা বলা অপরাধ হয়, আর এ কারণে কাউকে গ্রেপ্তার করতে হয়—তাহলে আমাকে প্রথমে গ্রেপ্তার করুন।
শুক্রবার (১৪ নভেম্বর) দুপুরে টাঙ্গাইলের কালিহাতীর ছাতিহাটি গ্রামে বাবা–মায়ের কবর জিয়ারত শেষে এক সমাবেশে তিনি এই মন্তব্য করেন। বড় ভাই আবদুল লতিফ সিদ্দিকী কারামুক্ত হওয়ার পর তাকে নিয়ে কবর জিয়ারতে আসেন তিনি।
আরও পড়ুন: যারা ধর্ম ও মুক্তিযুদ্ধকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে তাদের কাছে দেশ নিরাপদ নয় : সালাম আজাদ
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কাদের সিদ্দিকী বলেন, দেশের সংখ্যাগুরু ভোটার যদি ভোট দিতে না পারে, তাহলে তারা কোনো নির্বাচনেই অংশ নেবেন না।
তিনি বলেন, প্রায় ১৫ মাস ধরে অন্তর্বর্তী সরকার আছে। কোনো বিষয়ে আমাদের সঙ্গে একবারও আলোচনা করা হয়নি। গতকাল একটি চিঠি পেলাম—ভাবলাম সরকার ডাকছে। পরে দেখি নির্বাচন কমিশন ডেকেছে। সরকার ডাকলে যেতাম না, তবে নির্বাচন কমিশনের আহ্বানে তাদের কথা শুনে আসব।
আরও পড়ুন: রাজনৈতিক লেজুড়বৃত্তি থেকে সাংবাদিকদের বেরিয়ে আসার আহ্বান মির্জা ফখরুলের
তিনি আরও বলেন, আমরা এমন একটি নির্বাচন চাই, যেখানে সব মানুষের অংশগ্রহণ নিশ্চিত হবে। যাতে প্রতিটি ভোটার বলতে পারে—আমি আমার ভোট দিতে পেরেছি।
সমাবেশে আবদুল লতিফ সিদ্দিকী বলেন, আমি বজ্রর (কাদের সিদ্দিকী) সঙ্গে একমত। আমরা যখন আওয়ামী লীগ থেকে বহিষ্কার হয়েছিলাম, তখন সেটাই ছিল কল্যাণ। না হলে আজ ঘৃণিত হতে হতো। জেলে গিয়ে দেখেছি—দেশের বড় বড় কুতুবরা ৫ আগস্টের আগের যে ভাব দেখাত, এখন আর দেখায় না। আল্লাহ এমন ভাব দেখানো মানুষ পছন্দ করেন না।
এর আগে কালিহাতী উপজেলা সদরের লতিফ সিদ্দিকীর বাড়ি থেকে কয়েকশ মোটরসাইকেল ও গাড়িবহর নিয়ে সমর্থকেরা ছাতিহাটির উদ্দেশে রওনা দেন। স্লোগান দিতে দিতে তারা কালিহাতী পর্যন্ত যান।
পরে জুমার নামাজ শেষে দুই ভাই মা–বাবার কবর জিয়ারত করেন এবং সমাবেশে বক্তব্য দেন। এ সময় লতিফ সিদ্দিকীর স্ত্রী ও সাবেক সাংসদ লায়লা সিদ্দিকী, এবং ছোট ভাই আজাদ সিদ্দিকী, সাবেক উপজেলা চেয়ারম্যান উপস্থিত ছিলেন।





