তারেক রহমানের জন্মদিনে সলিমুল্লাহ এতিমখানায় বিশেষ দোয়া ও খাবার বিতরণ
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মদিন উপলক্ষে ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বৃহস্পতিবার ঢাকার সলিমুল্লাহ এতিমখানায় বিশেষ দোয়া ও উন্নতমানের খাবার বিতরণ করা হয়।
দুই শতাধিক এতিমের মাঝে খাবার বিতরণ ও এই দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. রফিকূল ইসলাম।
আরও পড়ুন: পিছনের দরজা দিয়ে গণতন্ত্র ধ্বংসের ষড়যন্ত্র এখনো চলছে: ডা. রফিক
এসময় বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা ও জিয়া পরিবারের সামগ্রিক মঙ্গলকামনা করে দোয়া করা হয়।
এসময় আরও উপস্থিত ছিলেন ঢাকা মেডিকেল কলেজ ড্যাবের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ডা. মাহমুদুর রহমান নোমান, স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি ডা. জাহিদ, যুবদলের সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. জাহাঙ্গীর, কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি ডা. আওয়াল, যুবদলের সাবেক সহস্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. নাজিম, ঢামেক ছাত্রদলের সাধারণ সম্পাদক ডা. বাদশাসহ বিভিন্ন মেডিকেলের চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থীবৃন্দ।
আরও পড়ুন: দেশপ্রেমিক শক্তির বিরুদ্ধে একটি মহল ষড়যন্ত্র করছে: মির্জা আব্বাস





