হাসিনার ফাঁসি দেখা পর্যন্ত আল্লাহ যেন খালেদা জিয়াকে বাঁচিয়ে রাখেন: হাসনাত

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৫:১৩ অপরাহ্ন, ২৯ নভেম্বর ২০২৫ | আপডেট: ৫:১৩ অপরাহ্ন, ২৯ নভেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা রাজনৈতিক প্রতিহিংসা ও অবহেলার ফল। 

শনিবার (২৯ নভেম্বর) দুপুরে এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়াকে দেখে বের হয়ে সাংবাদিকদের তিনি এসব অভিযোগ করেন।

আরও পড়ুন: শারীরিক সক্ষমতায় বিলম্ব খালেদা জিয়ার লন্ডনযাত্রা

হাসনাত আব্দুল্লাহ দাবি করেন, খালেদা জিয়া কারাবন্দী অবস্থায় যথাযথ চিকিৎসা পাননি। তাঁর ভাষ্য, কারাগারে থাকাকালীন সময়ে চিকিৎসকদের ওপর চাপ সৃষ্টি করা হতো, ফলে নিয়মিত চিকিৎসা ব্যাহত হয়েছে। এর কারণেই ধীরে ধীরে খালেদা জিয়ার শারীরিক অবনতি ঘটেছে বলে তিনি মনে করেন।

তিনি বলেন, “যে অবস্থা তৈরি করা হয়েছিল, তা চিকিৎসাগত নির্যাতনের মতোই। দেশের নানা প্রান্তের মানুষ আজ তাঁর সুস্থতার জন্য দোয়া করছেন। আমরা সবাই চাই তিনি দ্রুত সুস্থ হয়ে গণতান্ত্রিক প্রক্রিয়ার অগ্রগতি নিজের চোখে দেখতে পারেন।”

আরও পড়ুন: এনসিপি নেতা হান্নান মাসউদের বিয়ে, কনে ছাত্রনেত্রী শ্যামলী সুলতানা জেদনী

এনসিপির এই নেতা আরও বলেন, “দেশের বিভিন্ন রাজনৈতিক মতাদর্শের মানুষও তাঁর সুস্থতার জন্য প্রার্থনা করছেন—এটি বড় একটি মানবিক বিষয়।” তিনি খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দেশবাসীকে দোয়া করার আহ্বান জানান।