সচিবালয়ের ২০ তলা ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে
ছবিঃ সংগৃহীত
বাংলাদেশ সচিবালয়ের নতুন ২০ তলা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (৩০ নভেম্বর) দুপুর ঠিক ২টার পরপরই এ আগুন লাগে বলে নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস।
ঢাকা বিভাগের উপপরিচালক সালেহ উদ্দিন জানান, দুপুর ২টা ২ মিনিটে ঘটনাস্থলে প্রথম ইউনিট পৌঁছায় এবং সোয়া ২টার মধ্যেই আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।
আরও পড়ুন: চিড়িয়াখানা থেকে বের হওয়া সিংহ খাঁচায় ফিরেছে
ফায়ার সার্ভিস জানায়, ভবনটির ৯ তলায় বাইরের এক্সহস্ট ফ্যানে বৈদ্যুতিক ত্রুটি থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পাওয়ার পর মোট তিনটি ইউনিট ঘটনাস্থলে গেলেও ফায়ার এক্সটিংগুইশার ব্যবহার করেই আগুন নিভিয়ে ফেলেন কর্মীরা।
তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে কিছু জানা যায়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
আরও পড়ুন: জাতীয় চিড়িয়াখানায় খাঁচা ছেড়ে বেরিয়ে এলো সিংহ, আতঙ্ক নেই





