শাকিব-অপুর সম্পর্ক নিয়ে নতুন গুঞ্জন

Any Akter
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২:০২ অপরাহ্ন, ০২ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ১০:৩৭ পূর্বাহ্ন, ০৬ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ঢালিউডের জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস নতুন রূপে আবারও ভক্তদের সামনে হাজির হয়েছেন। ওজন কমিয়ে আরও আত্মবিশ্বাসী হয়ে ওঠা এই অভিনেত্রী বর্তমানে পেশাগত জীবনে ফিরতে প্রস্তুত। সম্প্রতি তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এবং নিজের ব্যক্তিজীবন ও মিডিয়ায় মন্তব্য নিয়ে স্পষ্ট অবস্থান জানান।

অপু বিশ্বাস বলেন, আমি এমন কোনো কথা বলতে চাই না, যা বারবার আমাকে প্রশ্নবিদ্ধ করবে বা বিতর্কে ফেলবে। পেশাগত জায়গায় ব্যক্তিজীবন নিয়ে এমন কোনো মন্তব্য করতে চাই না, যা নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

আরও পড়ুন: ঢাকায় আজ দুই মঞ্চে চার ব্যান্ডের সঙ্গীত উৎসব

নিজের পরিবর্তিত রূপ সম্পর্কে তিনি জানান, মানুষ ভালোবাসা পেলে সুন্দর হয়। আমি আমার ভক্তদের ভালোবাসা পেয়ে সুন্দর হয়েছি।

আগামী ডিসেম্বরেই শুরু হচ্ছে তার নতুন সিনেমা ‘সিক্রেট’–এর শুটিং। এটি রোমান্টিক–অ্যাকশন–থ্রিলার ঘরানার ছবি। এতে নায়কের চরিত্রে থাকছেন আদর আজাদ। সাময়িক বিরতির পর নতুন উদ্যমে কাজে ফিরছেন বলে জানান অপু।

আরও পড়ুন: ছেলেকে নিয়ে আবেগঘন বার্তা দিলেন ভিকি কৌশল

সাক্ষাৎকারে ব্যক্তিজীবন নিয়ে প্রশ্ন এলে অপু বিশ্বাস হেসে পাল্টা প্রশ্ন করেন, বাবা-ছেলের সম্পর্ক কি প্রশ্নের মধ্যে পড়ে? — শাকিব খান ও ছেলে আব্রাহাম খান জয়ের প্রসঙ্গে সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন। ব্যক্তিজীবনের আলোচনা পর্দায় না আনার পরামর্শ দিয়েছেন শাকিব খান।

অপুর ভাষায়,ক্যামেরার সামনে গেলে আমি শুধু অপু বিশ্বাস—একজন অভিনেত্রী। তাই সেখানে পেশাদারি কাজটাকেই সামনে আনতে হবে।

নতুন লুক, নতুন সিনেমা এবং নতুন উদ্যম—এই তিনটির সমন্বয়ে ক্যারিয়ারের নতুন অধ্যায়ে ফিরতে যাচ্ছেন অপু বিশ্বাস। ভক্তরাও অধীর আগ্রহে অপেক্ষা করছেন তার নতুন চমকের জন্য।