হাদির সর্বশেষ স্বাস্থ্য পরিস্থিতি জানাল মেডিকেল বোর্ড
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির সর্বশেষ স্বাস্থ্যগত অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে জানিয়েছে তার চিকিৎসায় গঠিত মাল্টিডিসিপ্লিনারি মেডিকেল বোর্ড।
রোববার সকালে পুনরায় করা সিটি স্ক্যানে দেখা গেছে, হাদির মস্তিষ্কের ফোলা (Cerebral Edema) আগের তুলনায় আরও বেড়েছে, যা একটি গুরুতর ক্লিনিক্যাল অবস্থা নির্দেশ করে। শুক্রবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রয়োজনীয় সার্জিক্যাল অপারেশন সফলভাবে সম্পন্ন হওয়ার পর উন্নত চিকিৎসা ও নিবিড় পর্যবেক্ষণের জন্য তাকে এভারকেয়ার হাসপাতাল ঢাকার ক্রিটিকাল কেয়ার ইউনিটে স্থানান্তর করা হয়।
আরও পড়ুন: পরিবারের সিদ্ধান্তে হাদিকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার প্রস্তুতি
চিকিৎসার দ্বিতীয় দিনে মেডিকেল বোর্ড পুনরায় তার শারীরিক অবস্থা মূল্যায়ন করে জানায়, রোগীর ফুসফুসের কার্যকারিতা ও মেকানিক্যাল ভেন্টিলেটরের অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে। চেস্ট ড্রেইন টিউব সচল আছে এবং এ ক্ষেত্রে উল্লেখযোগ্য উন্নতি বা অবনতি পরিলক্ষিত হয়নি।
মেডিকেল বোর্ড জানায়, হাদির কিডনির কার্যক্ষমতা বর্তমানে বজায় রয়েছে এবং ক্রিয়েটিনিনের মাত্রা কিছুটা কমেছে। তবে ব্রেন ইনজুরির কারণে শরীরের হরমোনগত ভারসাম্যহীনতা দেখা দিয়েছে, যা ঘণ্টায় ইউরিন উৎপাদনে প্রভাব ফেলছে। ফলে এসিড-বেস ব্যালেন্স, ফ্লুইড ও ইলেক্ট্রোলাইট নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও চিকিৎসা করা হচ্ছে। রক্ত জমাট বাধা ও রক্তক্ষরণের ভারসাম্যহীনতা বর্তমানে অনেকাংশে নিয়ন্ত্রণে রয়েছে।
আরও পড়ুন: হাদির ওপর হামলা: ‘ভারতের স্বার্থরক্ষাকারী’ আখ্যায়িত করে শ্যুটারের প্রশংসা
এছাড়া ব্রেন স্টেমে আঘাত ও অতিরিক্ত মস্তিষ্কের চাপের কারণে তার রক্তচাপে ওঠানামা লক্ষ্য করা যাচ্ছে। হৃদস্পন্দন স্বাভাবিকের তুলনায় কিছুটা বেশি থাকায় রক্তচাপ ও হৃদযন্ত্রের স্থিতিশীলতা বজায় রাখতে প্রয়োজনীয় মেডিকেল সাপোর্ট অব্যাহত রয়েছে। রোগীর ব্লাড সুগারও নিবিড়ভাবে মনিটর করা হচ্ছে।
মেডিকেল বোর্ড জানিয়েছে, হাদির সার্বিক শারীরিক অবস্থা বর্তমানে অত্যন্ত সংকটাপন্ন। তবে সর্বোচ্চ পেশাদারিত্ব, আন্তরিকতা ও সমন্বয়ের মাধ্যমে তাকে সর্বোত্তম চিকিৎসা দেওয়ার চেষ্টা চলছে। পরিবারের সম্মতি ও সরকারের সিদ্ধান্ত অনুযায়ী তাকে দেশের বাইরে উন্নত চিকিৎসার জন্য স্থানান্তরের প্রয়োজন হলে হাসপাতাল কর্তৃপক্ষ ও মেডিকেল বোর্ড সর্বাত্মক সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে।
হাদির পরিবারকে তার বর্তমান শারীরিক অবস্থা বিস্তারিতভাবে অবহিত করা হয়েছে। একই সঙ্গে অপ্রয়োজনে হাসপাতালে ভিড় না করা এবং কোনো ধরনের অনুমানভিত্তিক বা বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে বিরত থাকার অনুরোধ জানানো হয়েছে।
সবশেষে, হাদির দ্রুত আরোগ্যের জন্য দেশবাসীসহ সবার কাছে দোয়া প্রার্থনা করেছে মেডিকেল বোর্ড।





