গণঅভ্যুত্থান পরবর্তী ঐক্যের স্বার্থে জামায়াত জোটে এনসিপি: নাহিদ ইসলাম

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৭:৩৭ পূর্বাহ্ন, ২৯ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ৭:৩৭ পূর্বাহ্ন, ২৯ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) গণঅভ্যুত্থান পরবর্তী আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য বৃহত্তর ঐক্যের স্বার্থে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও তাদের আট দলের জোটের সঙ্গে জোট করেছে। রোববার (২৮ ডিসেম্বর) রাতে রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে এ তথ্য জানান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।

নাহিদ ইসলাম বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমরা এককভাবে অংশগ্রহণ করার পরিকল্পনা করলেও এখন সেটি বাস্তবায়িত হচ্ছে না। শরিফ ওসমান হাদিকে প্রকাশ্যে গুলি করার পর বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি পরিবর্তিত হয়েছে। যারা গণঅভ্যুত্থানে পরাজিত হয়েছে তারা জুলাই প্রজন্মকে নিঃশেষ করার জন্য নানা ষড়যন্ত্র করছে।

আরও পড়ুন: লাখো মানুষের উপস্থিতিতে বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত

তিনি আরও বলেন, “এই পরিবর্তিত প্রেক্ষাপটে আধিপত্যবাদী শক্তি যেন গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশকে ঠেকাতে না পারে, এজন্য আমরা জামায়াতে ইসলামী ও তাদের জোটের সঙ্গে একাত্মতা জানিয়েছি। আমরা একত্রে আধিপত্যবাদ, দুর্নীতি, সংস্কার ও বিচার ইত্যাদির বিষয়ে কাজ করব।”

নাহিদ ইসলাম জানান, সোমবার প্রার্থীদের নাম প্রকাশ করা হবে এবং আগামীকালই মনোনয়নপত্র জমা দেওয়া হবে।

আরও পড়ুন: খালেদা জিয়ার জানাজায় মোতায়েন থাকবে ১০ হাজার আইনশৃঙ্খলা বাহিনী

জানানো হয়, এনসিপি এই জোটে শুধু নির্বাচনকালীন বৈতরণী পার করার জন্য অংশ নিচ্ছে এবং দল তাদের নিজস্ব উদ্দেশ্য অনুযায়ী কাজ চালিয়ে যাবে।