১৪ মাসে এক কাপ চায়ের টাকাও দুর্নীতি করিনি: হাসনাত আব্দুল্লাহ
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের দলীয় মনোনীত সংসদ সদস্য প্রার্থী হাসনাত আব্দুল্লাহ বলেছেন, “আল্লাহকে স্বাক্ষী রেখে বলছি, গত ১৪ মাসে আমি এক কাপ চায়ের টাকাও দুর্নীতি করিনি। একজনও এসে আমার সামনে বলতে পারবেন না যে, আমি কোনো ব্যক্তির পকেট থেকে বা কোনো ব্যক্তি থেকে এক কাপ চায়ের টাকাও দুর্নীতি করেছি।”
শুক্রবার (২ জানুয়ারি) দুপুরে কুমিল্লার দেবিদ্বার পৌরসভার মিলনায়তনে দেবিদ্বার উপজেলা জামায়াতে ইসলামী আয়োজিত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দোয়া ও মোনাজাত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
আরও পড়ুন: খালেদা জিয়া ছিলেন গণতন্ত্রের লড়াইয়ে একমাত্র প্রেরণার উৎস: রিজভী
হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘যারা অতীতে কেন্দ্র দখল করেছেন, দখল করতে চান বা সহায়তা করবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন, আমি স্পষ্ট করে বলছি—‘আমরা আপনাদের বিন্দু পরিমাণ ছাড় দেব না।’
তিনি আরও বলেন, “সংস্কার ও ইনসাফপূর্ণ একটি সমাজ গড়তে হলে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণের ভোটে নির্বাচিত হয়ে আমরা সরকার গঠন করব। আমাদেরকে বিভাজনের চেষ্টা করা হচ্ছে, তাই সচেতন থাকতে হবে। যতক্ষণ পর্যন্ত আমার ওপর অন্যায় করা হবে না, ততক্ষণ পর্যন্ত আমার নীতি স্পষ্ট—আপনি যদি আমার বিরুদ্ধেও ভোট দেন, তারপরও আমি আপনার ভোটের নিশ্চয়তা দেব। কিন্তু যদি মানুষের ভোটাধিকার হরণ করতে আসেন বা কেন্দ্র দখল করতে আসেন, বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না। প্রশাসন, পুলিশ, ক্যাডার বা অর্থ দিয়ে নির্বাচন ম্যানিপুলেটের চেষ্টা করলে আমরা প্রতিরোধ করব।”
আরও পড়ুন: ৭ জানুয়ারির পর সরকার পতনের হুঁশিয়ারি ইনকিলাব মঞ্চের
বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, “বেগম খালেদা জিয়া দলমত নির্বিশেষে সবার প্রিয় একজন ব্যক্তি। ফ্যাসিস্ট আওয়ামী লীগ তাকে দীর্ঘদিন জেলবন্দী রেখে তিলে তিলে হত্যা করার চেষ্টা করেছে। তবুও তিনি অন্যায়ের কাছে মাথা নত করেননি। তিনি আমাদের রাজনীতির জন্য শিক্ষণীয় উদাহরণ।”
দোয়া অনুষ্ঠানে দেবিদ্বার উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক রুহুল আমিন সঞ্চালনা করেন। অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা জামায়াতের আমির অধ্যাপক শহীদুল ইসলাম, কুমিল্লা উত্তর জেলা জামায়াতের সেক্রেটারি ও আসনের জামায়াত প্রার্থী সাইফুল ইসলাম শহীদ, সহকারী সেক্রেটারি মাওলানা আমিনুল ইসলাম, অধ্যাপক লোকমান হোসাইন, পৌর জামায়াতের আমির মো. ফেরদৌস আহমেদ এবং এনসিপির উপজেলার প্রধান সমন্বয়ক মো. জাহাঙ্গীর আলম সরকার।





