ঢাকা-৮ আসনে মেঘনা আলমের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১:৩৪ অপরাহ্ন, ০৩ জানুয়ারী ২০২৬ | আপডেট: ১:৩৭ অপরাহ্ন, ০৩ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ সংসদীয় আসনে গণঅধিকার পরিষদ মনোনীত প্রার্থী মেঘনা আলমের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। শনিবার সকালে সেগুনবাগিচায় ঢাকা মহানগরীর আওতাধীন সংসদীয় আসনগুলোর মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা আনুষ্ঠানিকভাবে তার মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করেন।

এর আগে সম্প্রতি গণঅধিকার পরিষদে যোগ দেন মিস বাংলাদেশ ফাউন্ডেশনের চেয়ারপারসন মেঘনা আলম। দলটিতে যোগদানের পরই তিনি ঢাকা-৮ আসন থেকে নির্বাচনে অংশ নিতে মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

আরও পড়ুন: তারেক রহমানের নিরাপত্তা টিমে যুক্ত হলেন আরও ৩ জন

মনোনয়নপত্র বৈধ ঘোষণার মধ্য দিয়ে ঢাকা-৮ আসনে গণঅধিকার পরিষদের নির্বাচনী কার্যক্রম আরও গতিশীল হবে বলে মনে করছেন দলীয় নেতাকর্মীরা। আগামী দিনে নির্বাচনী প্রচারে সক্রিয়ভাবে মাঠে থাকার প্রস্তুতিও নিচ্ছেন মেঘনা আলম।