মুসাব্বির হত্যাকাণ্ড বিচ্ছিন্ন ঘটনা, নির্বাচনে প্রভাব পড়বে না: সালাহউদ্দিন
রাজধানীতে রাজনৈতিক নেতাকে গুলি করে হত্যার ঘটনায় নানা আলোচনা-উদ্বেগের মধ্যেই বিএনপি বলছে, এ ধরনের ঘটনা দেশের চলমান নির্বাচনী প্রক্রিয়াকে ব্যাহত করতে পারবে না। দলটির দাবি, আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার অপচেষ্টা থাকলেও নির্বাচন সঠিক পথেই এগোবে।
ঢাকা মহানগর উত্তরের স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব আজিজুর রহমান মুসাব্বির হত্যাকাণ্ডকে ‘বিচ্ছিন্ন ঘটনা’ হিসেবে উল্লেখ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
আরও পড়ুন: নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ মির্জা ফখরুলের
সালাহউদ্দিন আহমদ বলেন, পতিত ফ্যাসিবাদী শক্তি দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ব্যাহত করতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করছে। তবে এসব বিচ্ছিন্ন ঘটনায় আসন্ন নির্বাচনে কোনো প্রভাব পড়বে না। সব রাজনৈতিক দলই নির্বাচনের বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ এবং শেষ পর্যন্ত একটি সফল নির্বাচন অনুষ্ঠিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে অন্য রাজনৈতিক দলের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, এ বিষয়ে কারও কোনো আপত্তি থাকলে নির্বাচন কমিশনকে অবহিত করা উচিত। নির্বাচন কমিশনই এসব বিষয় দেখভাল করবে।
আরও পড়ুন: বিএনপির স্থায়ী কমিটির জরুরি বৈঠক আজ, নেতৃত্বে বড় সিদ্ধান্তের ইঙ্গিত
তারেক রহমানের উত্তরবঙ্গ সফর নিয়ে প্রশ্নের জবাবে বিএনপির এই নেতা বলেন, অভ্যুত্থানে শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান উত্তরবঙ্গ সফর করবেন। এ সফরে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের কোনো সুযোগ নেই। শহিদদের কবর জিয়ারত করা জাতির প্রত্যাশারই অংশ।
তিনি আরও বলেন, বৃহৎ রাজনৈতিক দল হিসেবে বিএনপিতে অনেক যোগ্য প্রার্থী থাকায় সবাইকে চূড়ান্ত মনোনয়ন দেওয়া সম্ভব হয়নি। যারা বিদ্রোহী প্রার্থী হয়েছেন, তাদের অনেকের বিরুদ্ধেই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রয়োজন হলে আলোচনার মাধ্যমে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
উল্লেখ্য, বুধবার (৭ জানুয়ারি) রাত ৮টার দিকে রাজধানীর তেজতুরী বাজার এলাকায় অজ্ঞাতপরিচয় বন্দুকধারীরা আজিজুর রহমান মুসাব্বিরসহ দুজনকে গুলি করে। আহত অবস্থায় তাদের প্রথমে একটি বেসরকারি হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মুসাব্বিরকে মৃত ঘোষণা করেন।





