খালেদা জিয়ার স্মরণে নাগরিক শোকসভা শুরু, সপরিবারে উপস্থিত তারেক রহমান
বিএনপির চেয়ারপারসন এবং তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার স্মরণে রাজধানীতে আয়োজিত নাগরিক শোকসভা আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।
শুক্রবার (১৬ জানুয়ারি) দুপুর ২টা ৩০ মিনিটে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শোকসভা শুরু হওয়ার কথা থাকলেও দুপুরের আগেই বিভিন্ন স্থান থেকে সাধারণ মানুষ, পেশাজীবী ও বিশিষ্ট নাগরিকদের উপস্থিতিতে পুরো এলাকা জনসমাগমে ভরে ওঠে।
আরও পড়ুন: নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের আত্মপ্রকাশ
আয়োজকদের নির্দেশনা অনুযায়ী, শোকসভায় কোনো রাজনৈতিক দলের নেতা মঞ্চে বক্তব্য দেবেন না। বরং দেশের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিরা—গবেষক, চিকিৎসক, শিক্ষক, ধর্মীয় প্রতিনিধি, পাহাড়ি জনগোষ্ঠীর প্রতিনিধি ও পেশাজীবী নেতারা—খালেদা জিয়াকে স্মরণ করে বক্তব্য রাখবেন।
শোকসভায় সভাপতিত্ব করছেন সাবেক প্রধান বিচারপতি সৈয়দ জে. আর. মোদাচ্ছির হোসেন। অনুষ্ঠান পরিচালনা করছেন আশরাফ কায়সার এবং কাজী জেসিন।
আরও পড়ুন: জামায়াত নেতৃত্বাধীন জোট ছাড়ার কারণ ব্যাখ্যা করলেন গাজী আতাউর রহমান
এর আগে সপরিবারে শোকসভাস্থলে আসেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সঙ্গে ছিলেন তার স্ত্রী ডা. জুবাইদা রহমান, মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান এবং ছোট ভাই আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান।
নাগরিক সমাজের আয়োজনে অনুষ্ঠিত এ শোকসভায় ইতোমধ্যে উপস্থিত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, চিকিৎসক, প্রকৌশলী, আইনজীবী, ধর্মীয় প্রতিনিধি এবং পেশাজীবী সংগঠনের সদস্যরা।
শোকসভার প্রস্তুতি সম্পর্কে অধ্যাপক মাহবুব উল্লাহ বলেন, “এটি কোনো রাজনৈতিক সমাবেশ নয়; বরং দেশবাসীর সম্মিলিত শোকের প্রতীক।”
গাম্ভীর্য বজায় রাখতে আয়োজকদের পক্ষ থেকে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। শোকসভাস্থলে সেলফি তোলা, স্লোগান দেওয়া বা হাততালি দেওয়া নিষিদ্ধ করা হয়েছে। উপস্থিত সবাইকে নির্ধারিত আসনে বসে অংশ নিতে বলা হয়েছে এবং শুধুমাত্র আমন্ত্রণপত্র প্রদর্শনের মাধ্যমে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে।





