‘নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সুযোগ খোঁজা হচ্ছে, তা হতে দেওয়া হবে না’

Sadek Ali
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৭:৪৪ অপরাহ্ন, ১৭ জানুয়ারী ২০২৬ | আপডেট: ৭:৪৫ অপরাহ্ন, ১৭ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

নির্বাচন কমিশন (ইসি) ও একটি রাজনৈতিক দল নির্বাচন প্রক্রিয়া থেকে সরে দাঁড়ানোর পথ খুঁজছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, এমন কোনো সুযোগ কাউকে দেওয়া হবে না।

শনিবার (১৭ জানুয়ারি) রাজধানীর বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে গুম, খুন ও নির্যাতনের শিকার পরিবারের সদস্যদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন: গুম হওয়া স্বজনদের কাঁন্না ও আর্তনাদ ফুঁপিয়ে কাঁদলেন তারেক রহমান

সালাহউদ্দিন আহমদ বলেন, “কোনো ধরনের ষড়যন্ত্রের সুযোগ আমরা দেব না। গণতন্ত্রের পথে যারা বাধা সৃষ্টি করতে চায়, তাদের উদ্দেশ্য সফল হবে না। দেশে গণতন্ত্র অবশ্যই প্রতিষ্ঠিত হবে।”

তারেক রহমানের উত্তরবঙ্গ সফর স্থগিতের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “নির্বাচন কমিশনের অনুরোধে আমরা শান্তির স্বার্থে একটি কর্মসূচি স্থগিত করেছি। কিন্তু ইসি ও একটি রাজনৈতিক দল এটিকে আমাদের দুর্বলতা হিসেবে দেখেছে। এটা দুর্বলতা নয়, এটি আমাদের রাজনৈতিক শিষ্টাচার।”

আরও পড়ুন: তারেক রহমান-সারাহ কুক বৈঠকে যেসব বিষয়ে কথা হলো

তিনি অভিযোগ করেন, এরপর থেকেই নির্বাচন কমিশন ও সংশ্লিষ্ট একটি দল বিভিন্ন কৌশলে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে এবং কোনোভাবে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর পরিবেশ তৈরি করতে চাইছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এছাড়া সভায় বক্তব্য দেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, কোষাধ্যক্ষ রশিদুজ্জামান মিল্লাত এবং বিএনপি নেতা আতিকুর রহমান রুমনসহ অন্যান্য নেতারা।