আশ্বস্ত হয়ে ইসি ছাড়ল ছাত্রদল
পোস্টাল ব্যালটে অনিয়ম এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে একটি রাজনৈতিক গোষ্ঠীর প্রভাব বিস্তারসহ তিনটি অভিযোগের বিষয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস পেয়ে নির্বাচন কমিশনের (ইসি) সামনে থেকে সরে গেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।
সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব সাংবাদিকদের এ তথ্য জানান।
আরও পড়ুন: গণমানুষের স্বাস্থ্যসেবায় বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ: ডা. রফিকুল ইসলাম
তিনি বলেন, “আমরা আমাদের অভিযোগ তিনটির বিষয়ে ইসি থেকে আশ্বস্ত হয়েছি। আরও আশ্বস্ত হতে চাই। তারা আমাদেরকে অনুরোধ করেছে যেন আমরা আজকের মতো কর্মসূচি স্থগিত করি। সেজন্য ছাত্রদল কেন্দ্রীয় সংসদ আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নিয়েছে যে, আমরা সাময়িকভাবে এই কর্মসূচি এখানেই সমাপ্ত ঘোষণা করছি।”
ছাত্রদল সভাপতি হুঁশিয়ারি দিয়ে বলেন, “যদি আবারও কোনো রাজনৈতিক গোষ্ঠী বা ছাত্র সংগঠন জাতীয় সংসদ নির্বাচন বানচালের চেষ্টা করে, কিংবা নির্বাচন চলাকালীন কোনো সিদ্ধান্ত গ্রহণে বাধ্য করার চেষ্টা করে, তাহলে আমরা কী করতে পারি তা আমরা দুই দিনে দেখিয়েছি। আমাদেরকে বাধ্য করবেন না, আমাদের হুমকি দেবেন না। আপনারা যা করবেন, আমাদের কাজ আমরা করব।”
আরও পড়ুন: ধর্মের অপব্যবহার করে নির্বাচনকে প্রভাবিত করার চেস্টা আইনত অপরাধন: মাহ্দী আমিন
রাকিবুল ইসলাম রাকিব আরও বলেন, “আগামী ২২ জানুয়ারি থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আনুষ্ঠানিকভাবে নির্বাচনের প্রচারণা শুরু করবে। আমরা সেই ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে প্রস্তুত থাকব, যাদের কারণে আমাদের এই দুই দিন এখানে অবস্থান করতে হলো। যদি এমন কোনো প্রচেষ্টা আবারও চালানো হয়, আমরা আজকের এই অবস্থান কর্মসূচি সমাপ্তির সঙ্গে সঙ্গে ঘোষণা করছি—আবারও কোনো ষড়যন্ত্রমূলক সিদ্ধান্ত এলে আমরা তাৎক্ষণিকভাবে নতুন কর্মসূচি নিয়ে হাজির হব।”





