বিএনপি সরকার গঠন করলে প্রাথমিক শিক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে: তারেক রহমান

Sadek Ali
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৭:৫৯ অপরাহ্ন, ২৪ জানুয়ারী ২০২৬ | আপডেট: ৭:৫৯ অপরাহ্ন, ২৪ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সরকার গঠন করতে পারলে দেশের প্রাথমিক শিক্ষাব্যবস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে বলে জানিয়েছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। একই সঙ্গে শিক্ষকদের দক্ষ ও যোগ্য করে গড়ে তোলার ওপর বিশেষ জোর দেওয়ার কথাও জানান তিনি।

শনিবার (২৪ জানুয়ারি) রাজধানীর গুলশানে বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ পার্কে আয়োজিত ‘আমার ভাবনায় বাংলাদেশ’ জাতীয় রিল-মেকিং প্রতিযোগিতার বিজয়ীদের সঙ্গে ‘মিট অ্যান্ড গ্রিট উইথ তারেক রহমান’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন: ধর্মের অপব্যবহার করে নির্বাচনকে প্রভাবিত করার চেস্টা আইনত অপরাধন: মাহ্দী আমিন

তারেক রহমান বলেন, পড়ালেখাকে শিশুদের জন্য আনন্দময় করতে হবে। শিক্ষা যেন চাপ না হয়ে আনন্দের বিষয় হয়, সে লক্ষ্যেই পাঠ্যক্রম সহজ ও আকর্ষণীয় করা হবে। শুধু বইনির্ভর শিক্ষায় সীমাবদ্ধ না থেকে খেলাধুলা, শিল্প ও সংস্কৃতিকে শিক্ষাব্যবস্থার অংশ করার পরিকল্পনার কথাও জানান তিনি।

তিনি বলেন, খেলাধুলাকেও শিক্ষার অংশ হিসেবে মূল্যায়ন করা হবে। খেলাধুলায়ও পাশ করতে হবে। পাশাপাশি আর্ট অ্যান্ড কালচার অন্তর্ভুক্ত করলে শিশুদের অতিরিক্ত ইন্টারনেট আসক্তি কমানো সম্ভব হবে। এ জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে নিয়ে আলাদা টিম গঠন করে কাজ করা হবে।

আরও পড়ুন: মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজিতে ধ্বংস হয়েছে এলাকা: মির্জা আব্বাস

শিক্ষাব্যবস্থা নিয়ে এক প্রশ্নের জবাবে বিএনপির চেয়ারম্যান বলেন, শুধু অবকাঠামো তৈরি করলেই হবে না, শিক্ষকদেরও মানসম্মত ও দক্ষ করে গড়ে তুলতে হবে। ছোটবেলা থেকেই শিশুদের সামাজিক মূল্যবোধ ও নৈতিকতার শিক্ষা দেওয়া জরুরি। শিশুদের নিয়ে বিএনপির একটি সুস্পষ্ট ও আলাদা পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি।

সরকারি প্রকল্প প্রসঙ্গে তারেক রহমান বলেন, বর্তমানে অনেক প্রকল্প থাকলেও সেগুলো যথাযথভাবে সমন্বিত নয়। ফ্যামিলি কার্ডের মাধ্যমে বিভিন্ন সামাজিক সুবিধা এক প্ল্যাটফর্মে আনার পরিকল্পনা রয়েছে।

দ্রব্যমূল্য নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, জনসংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে উৎপাদন বাড়াতে হবে। উৎপাদক ও ভোক্তার মাঝখানে মধ্যস্বত্বভোগীদের ভূমিকা স্বাভাবিক হলেও কেউ যেন অনৈতিকভাবে অতিরিক্ত লাভ করতে না পারে, সেদিকে নজর রাখতে হবে। একই সঙ্গে দুর্বল যোগাযোগ ব্যবস্থাও দ্রব্যমূল্য বৃদ্ধির অন্যতম কারণ বলে মন্তব্য করেন তিনি।

নগর ব্যবস্থাপনা প্রসঙ্গে তারেক রহমান বলেন, ঢাকাকেন্দ্রিক শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানের কারণে যানজট বাড়ছে। এ সমস্যা সমাধানে ঢাকার বাইরে স্যাটেলাইট টাউন গড়ে তোলার পরিকল্পনা রয়েছে, যেখানে শিক্ষা ও স্বাস্থ্যসেবার পূর্ণ সুবিধা থাকবে।

গণপরিবহন নিয়ে তিনি বলেন, মেট্রোরেল কার্যকর হলেও এটি ব্যয়বহুল এবং জায়গা বেশি নেয়। সে ক্ষেত্রে মনোরেল হতে পারে কার্যকর সমাধান, যা ছোট বগির মাধ্যমে মেট্রোরেলের সঙ্গে সহজেই সংযুক্ত করা যাবে।

প্রবাসী শ্রমিকদের প্রসঙ্গে তারেক রহমান বলেন, অনেক তরুণ অদক্ষ অবস্থায় বিদেশ যাচ্ছেন। ভবিষ্যতে বিদেশগামীদের দক্ষ করে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। প্রবাসীরা বৈধ চ্যানেলে রেমিট্যান্স পাঠালে তাদের জন্য বিশেষ প্রণোদনার ব্যবস্থাও বিবেচনা করা হবে বলে জানান তিনি।