শ্রমিকদের বড় দুঃসংবাদ দিল সৌদি আরব
সৌদি আরবের শ্রমবাজারে নিজস্ব নাগরিকদের অংশগ্রহণ বাড়াতে মার্কেটিং ও সেলস খাতে বড় ধরনের সৌদিকরণ নীতির ঘোষণা দিয়েছে দেশটির সরকার। এই সিদ্ধান্তের ফলে বিপুলসংখ্যক প্রবাসী কর্মী চাকরি হারানোর ঝুঁকিতে পড়েছেন। সোমবার (১৯ জানুয়ারি) সৌদি আরবের মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় জারি করা এক আদেশে জানায়, এখন থেকে মার্কেটিং ও সেলস খাতে পরিচালিত সব প্রতিষ্ঠানে অন্তত ৬০ শতাংশ কর্মী সৌদি নাগরিক হতে হবে। দেশটির দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনা ‘ভিশন ২০৩০’-এর অংশ হিসেবে বেসরকারি খাতে স্থানীয়দের কর্মসংস্থান নিশ্চিত করতেই এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খবর প্রকাশ করেছে সৌদি গ্যাজেট।
নতুন নিয়ম অনুযায়ী, যেসব প্রতিষ্ঠানে ন্যূনতম তিনজন কর্মী রয়েছেন, তাদের মোট জনবলের অর্ধেকের বেশি অবশ্যই সৌদি নাগরিক দিয়ে পূরণ করতে হবে। এর আওতায় সরাসরি সৌদিকরণ প্রক্রিয়ায় যুক্ত হচ্ছে মার্কেটিং ম্যানেজার, বিজ্ঞাপন বিশেষজ্ঞ, গ্রাফিক ডিজাইনার এবং জনসংযোগ কর্মকর্তার মতো গুরুত্বপূর্ণ পদ।
আরও পড়ুন: আবারও বিশ্বের সেরা বিজ্ঞানীর তালিকায় বাংলাদেশি সাইদুর রহমান
এছাড়া সেলস খাতে বিক্রয় ব্যবস্থাপক, আইটি ও যোগাযোগ যন্ত্রাংশ বিক্রয় বিশেষজ্ঞসহ বিভিন্ন পদে প্রবাসী কর্মীদের সুযোগ উল্লেখযোগ্যভাবে সীমিত করা হচ্ছে। সরকারি এই নির্দেশনা আগামী তিন মাস পর থেকেই সৌদি আরবজুড়ে কার্যকর হবে।
মন্ত্রণালয় আরও জানিয়েছে, এসব পদে নিযুক্ত সৌদি নাগরিকদের জন্য মাসিক ন্যূনতম বেতন নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ৫০০ সৌদি রিয়াল। মূলত বেসরকারি খাতকে সৌদি নাগরিকদের কাছে আরও আকর্ষণীয় করে তোলা এবং দক্ষ স্থানীয় কর্মীদের দীর্ঘমেয়াদি চাকরির নিরাপত্তা নিশ্চিত করাই এই সিদ্ধান্তের প্রধান লক্ষ্য।
আরও পড়ুন: বড়লেখায় পুলিশি ছিত্তমে অতিষ্ঠ আমেরিকা প্রবাসী হাসান!
বিশ্লেষকদের মতে, এই নীতির ফলে মার্কেটিং ও সেলস পেশায় নিয়োজিত হাজার হাজার প্রবাসী কর্মী চাকরি হারাতে পারেন। বিশেষ করে দক্ষিণ এশীয় দেশগুলো—বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও নেপাল থেকে আসা কর্মীদের ওপর এর প্রভাব সবচেয়ে বেশি পড়বে। আন্তর্জাতিক শ্রম বিশ্লেষকদের ধারণা, সৌদিকরণ প্রক্রিয়া আরও জোরালো হলে ভবিষ্যতে অন্যান্য খাত থেকেও ধাপে ধাপে প্রবাসীদের বিদায় নিতে হতে পারে।





