জোহরান মামদানির ট্রানজিশনাল টিমের সদস্য হলেন ফরহাদ মাজহারের কন্যা সমতলী হক

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৯:২২ পূর্বাহ্ন, ২৬ নভেম্বর ২০২৫ | আপডেট: ৯:২৯ পূর্বাহ্ন, ২৬ নভেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

কবি ও মানবাধিকার সংগঠক ফরহাদ মাজহারের কন্যা সমতলী হক যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির নবনির্বাচিত মেয়র জোহরান মামদানির ট্রানজিশন টিমে জায়গা পেয়েছেন। তিনি নিউইয়র্কের সিটি ইউনিভার্সিটিতে অধ্যাপনার পাশাপাশি মানবাধিকার বিষয়ে সক্রিয়ভাবে কাজ করছেন।

অধ্যাপক হওয়ার আগে সমতলী হক লেবার এটর্নি হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন। জোহরান মামদানি মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা ঘোষণা করার পর থেকেই তিনি তার নির্বাচনী প্রচারণায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। দীর্ঘদিনের ব্যক্তিগত ঘনিষ্ঠতা ও বিশ্বাসযোগ্যতার কারণে তাকে ট্রানজিশন টিমে অন্তর্ভুক্ত করা হয়েছে বলে জানা গেছে।

আরও পড়ুন: আবারও বিশ্বের সেরা বিজ্ঞানীর তালিকায় বাংলাদেশি সাইদুর রহমান

ফরহাদ মাজহারের প্রথম স্ত্রীর ঘরে জন্ম নেওয়া সমতলী বর্তমানে স্বামী ও দুই সন্তানকে নিয়ে নিউইয়র্কে বসবাস করছেন। তার স্বামী একজন পুয়ের্তোরিকান এবং তারা বহু বছর ধরে যুক্তরাষ্ট্রে প্রতিষ্ঠিত জীবনযাপন করছেন।

নিউইয়র্কের পরবর্তী মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণের প্রস্তুতি নিতে গঠিত এই ট্রানজিশন টিমে আরও আটজন বাংলাদেশি রয়েছেন। তাদের নিয়োগে যুক্তরাষ্ট্রের বাংলাদেশি কমিউনিটিতে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। সবাই নতুন মেয়র জোহরান মামদানির প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছেন।

আরও পড়ুন: বড়লেখায় পুলিশি ছিত্তমে অতিষ্ঠ আমেরিকা প্রবাসী হাসান!

আগামী ১ জানুয়ারি শপথ নেবেন তিনি। লন্ডনে মুসলিম মেয়র নির্বাচিত হওয়ার পর এবার বিশ্বের বানিজ্যিক রাজধানী হিসেবে পরিচিত নিউইয়র্ক সিটির নেতৃত্বে আসছেন একজন মুসলিম ও ডেমোক্র্যাটিক সোশ্যালিস্ট রাজনীতিক—যা আন্তর্জাতিক অঙ্গনেও ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।