অবৈধ অনুপ্রবেশ
লিবিয়া থেকে দেশে ফিরলেন ৩১০ বাংলাদেশি
লিবিয়া থেকে দেশে ফিরিয়ে আনা হয়েছে ৩১০ বাংলাদেশিকে। শুক্রবার সকাল ১০টার দিকে একটি চার্টার্ড ফ্লাইটে তাদের হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে দেওয়া হয়। পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ফিরিয়ে আনা বাংলাদেশিদের বেশিরভাগই মানবপাচারকারীদের প্ররোচনায় ও সহায়তায় সমুদ্রপথে অবৈধভাবে ইউরোপে যাওয়ার উদ্দেশ্যে লিবিয়ায় অনুপ্রবেশ করেছিলেন। এর মধ্যে অনেকেই লিবিয়ার বিভিন্ন এলাকায় অপহরণ, নির্যাতন ও চাঁদাবাজির মতো দুঃসহ অভিজ্ঞতার শিকার হন বলে অভিযোগ রয়েছে।
আরও পড়ুন: জোহরান মামদানির ট্রানজিশনাল টিমের সদস্য হলেন ফরহাদ মাজহারের কন্যা সমতলী হক
বাংলাদেশ দূতাবাস, পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, লিবিয়া সরকার এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (IOM)-এর সমন্বিত প্রচেষ্টায় তাদের দেশে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে।
বিমানবন্দরে প্রত্যাবাসিতদের অভ্যর্থনা জানান সংশ্লিষ্ট মন্ত্রণালয়সমূহের কর্মকর্তা এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার প্রতিনিধিরা। জনসচেতনতা বাড়াতে নিজের দুঃসহ অভিজ্ঞতা সবাইকে জানানোর অনুরোধ করা হয় ফেরত আসা বাংলাদেশিদের।
আরও পড়ুন: মালয়েশিয়ায় ১৭৪ বাংলাদেশিসহ ৪৬৮ অভিবাসন প্রত্যাশী আটক
IOM-এর পক্ষ থেকে প্রত্যাবাসিত প্রত্যেককে পথখরচ, খাদ্যসামগ্রী ও প্রাথমিক চিকিৎসার সহায়তা প্রদান করা হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক থাকা আরও বাংলাদেশিদের নিরাপদ প্রত্যাবর্তনের জন্য বাংলাদেশ সরকার, দূতাবাস এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা যৌথভাবে কাজ করছে।





