প্রবাসীদের সেবা বাড়ানোই প্রধান লক্ষ্য: জেদ্দার নতুন কনসাল জেনারেল সাখাওয়াত হোসাইন

Sanchoy Biswas
হানিছ সরকার উজ্জল, মধ্যপ্রাচ্য প্রধান
প্রকাশিত: ৯:১২ অপরাহ্ন, ১৭ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ৯:১২ অপরাহ্ন, ১৭ সেপ্টেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

জেদ্দায় নবনিযুক্ত কনসাল জেনারেল সাখাওয়াত হোসাইন বলেছেন, প্রবাসীদের কনসুলার সেবা বৃদ্ধি ও যেকোনো সমস্যা দ্রুত সমাধান করাই হবে তার প্রধান লক্ষ্য।

গতকাল সৌদি আরব পশ্চিমাঞ্চল বাংলাদেশ রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন: জাতীয় নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকারের সুযোগ, জেদ্দায় প্রাথমিক নিবন্ধনে কম সাড়া

সাক্ষাতে কনসাল জেনারেল প্রবাসীদের বৈধ ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স পাঠানোর আহ্বান জানান। পাশাপাশি বাংলাদেশের উন্নয়ন ও পর্যটন সম্ভাবনা তুলে ধরতে সাংবাদিকদের এগিয়ে আসার অনুরোধ করেন।

তিনি বলেন, “কিছু প্রবাসী বাংলাদেশির অপরাধমূলক কর্মকাণ্ডে সৌদি আরবের সাথে আমাদের সুসম্পর্ক ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই দুষ্কৃতীদের আইনের আওতায় আনতে প্রবাসীদের সহযোগিতা প্রয়োজন।”

আরও পড়ুন: লিবিয়া থেকে দেশে ফিরলেন ৩০৯ বাংলাদেশি

সাখাওয়াত হোসাইন আরও জানান, সৌদি আরবের সাথে বাংলাদেশের খাদ্যপণ্য ও গার্মেন্টস খাতে বিশাল সম্ভাবনা রয়েছে। এ খাতগুলো প্রসারে সরকার কাজ করছে এবং প্রবাসীদের সুখ-দুঃখে সবসময় পাশে থাকবে।

সভায় সংগঠনের উপদেষ্টা এম ওয়াই আলাউদ্দিন, সভাপতি সোহেল রানা, সাধারণ সম্পাদক হানিছ সরকার উজ্জ্বল, প্রচার সম্পাদক রফিক চৌধুরীসহ বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধি বক্তব্য রাখেন। তারা বিশেষ করে ওয়েজ অনার্স বোর্ডের অধীনে সরকারি অর্থায়নে প্রবাসীদের মরদেহ দেশে পাঠানোর দাবি জানান।

কনসাল জেনারেল মনোযোগ দিয়ে সকল মতামত শোনেন এবং সমস্যাগুলো সমাধানের আশ্বাস দেন। তিনি দেশের মর্যাদা তুলে ধরতে সাংবাদিকদের ভূমিকা রাখার আহ্বান জানান।

এ সময় কনস্যুলার উইং-এর কাউন্সিলর এ এস এম সায়েম উপস্থিত ছিলেন। পরিশেষে নবনিযুক্ত কনসাল জেনারেলকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।