অঞ্জলি আরাধনায় ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে সরস্বতী পূজা অনুষ্ঠিত

অঞ্জলি, আরাধনা, ধর্মীয় ভাবগাম্ভীর্য আর উৎসবমুখর পরিবেশে দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে ঢাকা কলেজে অনুষ্ঠিত হয়েছে বিদ্যাদেবী সরস্বতীর বাণী অর্চনা। বুধবার (১৪ ফেব্রুয়ারী ) কলেজের সনাতন ধর্মাবলম্বী শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীরা পূজায় অংশগ্রহণ করেন।
সকালে ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনে প্রতিমা স্থাপন ও দুপুরে বাণী অর্চনার মধ্য দিয়ে সরস্বতী পূজা উদযাপনের আনুষ্ঠানিকতা শুরু হয়।বাণী অর্চনায় পুরোহিত বলেন, মাতৃকা দেবী, জ্ঞান, সংগীত, শিল্পকলা, বাক্য, প্রজ্ঞা, জ্ঞানার্জন ও নদী দেবতা হিসেবে বৈদিক যুগ থেকে শুরু করে আধুনিক যুগ পর্যন্ত হিন্দুধর্মে একজন গুরুত্বপূর্ণ দেবীর স্থান অধিকার করে রয়েছেন দেবী সরস্বতী। সাধারণত দ্বিভুজা বা চতুর্ভুজা মূর্তিতে পূজিতা হন। দ্বিভুজা মূর্তিতে তার হাতে থাকে বীণা ও পুস্তক (বই) অথবা লেখনী কলম ও পুস্তক। আর চতুর্ভুজা মূর্তিতে থাকে পুস্তক, অক্ষমালা, সুধাকলস ও বীণা অথবা ব্যাখ্যা মুদ্রা, বীণা, সুধাকলস ও পুস্তক অথবা অক্ষমালা, দুটি শ্বেত পদ্ম ও পুস্তক, অথবা পাশ, অঙ্কুশ, বিদ্যা বা পুস্তক ও অক্ষমালা। হিন্দুধর্মে এই প্রত্যেকটি বস্তুরই প্রতীকী অর্থ রয়েছে। এছাড়াও সরস্বতী তার ভক্তদের মধ্যে সারদা, ব্রাহ্মী, শতরূপা, বাকদেবী, বিরাজ, মহাশ্বেতা ইত্যাদি আরও অনেক নামে পরিচিত বলেও জানান তিনি।
আরও পড়ুন: নুসুক অ্যাপ এখন থেকে ইন্টারনেট ছাড়াই ব্যবহার করা যাবে
অপরদিকে সরস্বতী পূজা উপলক্ষে ধর্ম-বর্ণ নির্বিশেষ সব শ্রেণির দর্শনার্থীদের আনাগোনায় মুখরিত হতে দেখা গেছে পূজা মণ্ডপ।
সবার মুখেই ছিল সুখ সমৃদ্ধির প্রার্থনা। মণ্ডপে আসা ইউনিভার্সেল মেডিকেল কলেজের শিক্ষার্থী সুকান্ত কীর্তনীয়া বলেন, একসঙ্গে সবাই মিলে পূজা উদযাপন করায় অনেক আনন্দ লাগছে। পরিবার পরিজনের সঙ্গে পূজার আনন্দ উপভোগ করতে পারলে হয়তো আরও বেশি ভালো লাগত। পূজামণ্ডপে সকাল ৯টার দিকে শুরু হয় বাণী অর্চনা। এরপর ভক্তরা দেবীকে পুষ্পাঞ্জলি দেন। শিক্ষার্থীদের সাথে পুষ্পাঞ্জলি প্রদান করেন ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে চেয়ারম্যান প্রীতি চক্রবর্তী সিআইপি এবং ব্যবস্থাপনা পরিচালক ডা: আশীষ কুমার চক্রবর্তী।
আরও পড়ুন: ঐতিহাসিক হোসেনি দালান থেকে তাজিয়া মিছিল শুরু
এ সময় ভক্তদের মাঝে অঞ্জলি ও প্রসাদ বিতরণ করা হয়।